টেলিভিশন দুনিয়ায় কাজের চাপ, লাইট-ক্যামেরার ব্যস্ততা, শুটিং ফ্লোরের কোলাহল—এই সবকিছুর মাঝেও নিজেদের মানসিক শান্তি খুঁজে নিতে প্রত্যেকে আলাদা কিছু উপায় বেছে নেন। কেউ গান শোনেন, কেউ একা সময় কাটান আবার কেউ হাঁটাহাঁটিতে মন দেন। কিন্তু জিতু কমলের শান্তি পাওয়ার পদ্ধতি সম্প্রতি সকলকে চমকে দিয়েছে।
কাজ এবং অভিনয়ের ভারসাম্য বজায় রাখা অভিনেতা জিতু কমল শিল্পীজগতে আজ বেশ পরিচিত নাম। ভারতীয় টেলিভিশন ও চলচ্চিত্র জগতে তিনি নিজের অভিনয় দক্ষতায় নিয়মিত দর্শকদের মন জয় করে চলেছেন। বিশেষ করে সত্যজিৎ রায়ের জীবনকে অবলম্বন করে নির্মিত অপরাজিত চলচ্চিত্রে অপরাজিত রায়ের চরিত্রে তাঁর অভিনয় তাঁকে আরও খ্যাতি এনে দেয়।
অভিনেতা টেলিভিশনে একাধিক জনপ্রিয় ধারাবাহিকে কাজ করেছেন। নিয়তি, রাগে অনুরাগে, মিলন তিথি, অর্ধাঙ্গিনী, রাঙিয়ে দিয়ে যাও, গুড়িয়া যেখানে গুড্ডু সেখানে—প্রতিটি কাজেই তিনি আলাদা চরিত্রে নিজেকে প্রকাশ করেছেন। বর্তমানে তিনি জি বাংলায় ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিক করছেন। প্রতিটি চরিত্রে তাঁর স্বাভাবিক অভিনয় দর্শকদের নজর কেড়েছে বারবার।
আরও পড়ুনঃ মিথ্যে সম্পর্কের ইতি টানতেই বিপদ! সিঁদুর মুছতেই আয়ুষ্মানের উপর মৃ’ত্যুঝুঁকি, দুর্ঘটনায় র’ক্তা’ক্ত সে! বৃষ্টিতে মুছে গেল কুসুমের জেদের চিহ্ন, অশুভ সংকেতে কি থমকে যাবে সিদ্ধান্ত? নাকি এবার সত্যিই বদলে যাবে সে?
তবে সম্প্রতি একটি সাক্ষাৎকারে জিতু জানিয়েছেন এমন একটি ব্যক্তিগত অভ্যাসের কথা, যা শুনে অনেকে অবাক হয়েছেন। তিনি বলেন, “আমি যখন মেকআপ রুমে থাকি, তখন একটা ছোট্ট লাইট জ্বালিয়ে মেডিটেশন করি। সেই ছোট্ট লাইটটা মানুষকে অবাক করে। অনেকেই ভাবে আমি হয়তো সাধু সন্ন্যাসী হয়ে গিয়েছি।”অভিনেতা জানান, ব্যস্ত শুটিং সূচির মধ্যেও নিজের মানসিক শান্তি বজায় রাখতে এই ছোট্ট আলোই তাঁর সবচেয়ে বড় নির্ভরতা। কারও কাছে এটি অদ্ভুত মনে হলেও তাঁর মতে, এই অনুশীলন তাঁকে শক্তি ও মনোযোগ দেয়। তাই অভিনেতার এই সহজ অথচ অনন্য মেডিটেশনের কৌশল এখন নতুন আলোচনার কেন্দ্রবিন্দু।
