জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

‘কলকাতার মতো লবিবাজি…’! কলকাতা ইন্ডাস্ট্রিতে রাজনীতির শিকার হয়ে ইন্ডাস্ট্রি ছাড়লেন অভিনেতা জিতু কমল? অভিনেতার পোস্টে তীব্র চাঞ্চল্য!

কলকাতা ছেড়ে মেঘালয়ে যাচ্ছেন জিতু কমল? এমনই প্রশ্নে তোলপাড় সোশ্যাল মিডিয়া। বুধবার সকালে অভিনেতার একটি পোস্ট দেখে অনেকেই চমকে যান। সেখানে জিতু লেখেন, “২০২৫ সালের শুরুতে মেঘালয়ে এসে থাকতে শুরু করি। তারপর আর কলকাতা যাওয়া হয়নি।” এরপরই তিনি তালিকা দিতে থাকেন— ট্যাক্সি, মেট্রো, ওলা-উবার, এমনকি ‘হইচই’-এর গৃহপ্রবেশ— সবই মেঘালয়ে পাওয়া যাচ্ছে বলে দাবি করেন। শেষে লেখেন, “কলকাতার মতো লবিবাজি আছে তো! ওমা, এখানেও সবই আছে।” তারপরেই তাঁর বক্তব্য— “তবুও তুমি তো আমার প্রথম প্রেম, মিস ইউ কলকাতা।”

জিতুর এই পোস্ট দেখে প্রথমে অনেকেই ভেবেছিলেন, অভিনেতা সত্যিই নাকি কলকাতা ছেড়ে চলে গিয়েছেন। কিন্তু পরে তাঁর অনুরাগীরাই রহস্য ভেদ করেন। আসলে এটি ছিল নিছকই রসিকতা! কলকাতার লাগাতার বৃষ্টির প্রসঙ্গ টেনে জিতু ব্যঙ্গ করে শহরকে মেঘালয়ের সঙ্গে তুলনা করেছেন। আর তাঁর সেই মজাদার পোস্টে হেসে লুটোপুটি খাচ্ছেন নেটিজেনরা।

তবে এখানেই শেষ নয়। পোস্টে তিনি যে ‘লবিবাজি’র কথা উল্লেখ করেছেন, তাতেই নতুন জল্পনা। অনেকেই মনে করছেন, এটা কি শুধু মজা, নাকি ইন্ডাস্ট্রির রাজনীতি নিয়ে অভিনেতার খোঁচা? কারণ টলিপাড়ার অন্দরে অনেক দিন ধরেই এমন অভিযোগ শোনা যায়— সুযোগ-সুবিধা বণ্টনে চলে গোষ্ঠীবাজি। ফলে তাঁর এই লাইন ঘিরেই এখন চর্চা তুঙ্গে।

এরই মধ্যে নতুন ছবির কাজ শুরু করেছেন জিতু কমল। ছবির নাম— ‘এরাও মানুষ: দ্য সার্চ উইদিন’। অভিনেতা নিজেই ফেসবুকে চিত্রনাট্যের ছবি ও কয়েকটি শুটিং ফটো শেয়ার করেছেন। পরিচালনায় রয়েছেন অমিত তালুকদার ও সাই প্রকাশ লাহিড়ি, প্রযোজনায় বিপাশা লাহিড়ি। শোনা যাচ্ছে, এই ছবিতে জিতুর বিপরীতে দেখা যাবে শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে। অর্থাৎ আবারও একসঙ্গে ফিরছেন ‘বাবুসোনা’ জুটি।

ভালোবাসা দিবসে মুক্তি পেয়েছিল তাঁদের আগের ছবি ‘বাবুসোনা’। হালকা মেজাজের রোমান্টিক কমেডি হলেও তেমন সাড়া পায়নি বক্স অফিসে। তবে নায়ক-নায়িকার রসায়ন নিয়ে গুঞ্জন ছিল বেশ জোরদার। সেই সম্পর্কের গন্ধই কি এবার নতুন ছবিতে আরও একবার ধরা দেবে? নাকি এবার দর্শককে অন্যরকম জিতু-শ্রাবন্তী দেখতে পাবেন? এই নিয়েই এখন জোর আলোচনা টলিপাড়ায়।

Piya Chanda