জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

টলিউডে যৌ’ন হেন’স্থার অভিযোগে ছারখার জনপ্রিয় অভিনেতা, ফেসবুকে প্রকাশ্যে ‘মি টু’ দিলেন অভিনেত্রী

আরজি কর (RG Kar Case) নিয়ে উত্তপ্ত রাজ্য রাজনীতি। প্রতিবাদ আগুনের স্ফুলিঙ্গের মতো ছড়িয়ে পড়েছে দিকে দিকে। ছাড় যায়নি টলিপাড়াও। ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত বিভিন্ন মহিলারা বিভিন্ন সময়ে মানসিক ও শারীরিক নিগ্রহের শিকার। দিনকয়েক আগে অভিযোগের আঙুল উঠেছিল পরিচালক অরিন্দম শীলের দিকে। যদিও বর্তমানে মহিলা কমিশনে তাঁর আনাগোনা জারি।

পরিচালকের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল বিনোদন জগতের এক নামকরা অভিনেত্রীর সঙ্গে শুটিং চলাকালীন অশালীন আচরণ করেছেন তিনি। এই মর্মে, শনিবার পরিচালক অরিন্দম শীলকে সাসপেন্ড (নিলম্বিত) করল ডিরেক্টর্স গিল্ড। ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের হেনস্থার অভিযোগ উঠলো টলিপাড়ায়। এবার কাঠগড়ায় অভিনেতা জয়জিৎ ব্যানার্জি।

Picsart 24 09 08 15 38 35 838 1 2

কী জানিয়েছেন অভিযোগকারিনী?

আমি ঝুমা নামক আইডি থেকে অভিযোগকারিনী লিখছেন, ‘জয়জিৎ… সবাই চেনে… মেসেজ করে লিখে সাইজ লিখে সাইজ কতো জানতে চায়। ধিক্কার। উই ওয়ান্ট জাস্টিস রাইট নাও। #আর্টিস্ট।’
ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে এই পোস্ট। কমেন্টে এক হাত নিয়েছেন অভিনেতা জয়জিৎ চক্রবর্তীকে। অনেকে আবার বিষয়টি প্রসঙ্গে বিস্তারিত জানতে চেয়েছে।

ওই পোস্টের কমেন্টে এক ব্যক্তি জয়জিৎকে মেনশন করেছেন। এর উত্তরে জয়জিৎ অভিযোগকারিণীর সঙ্গে ব্যক্তিগত চ্যাটের ছবি পোস্ট করে লিখছেন, ‘দেখুন আমার কিছু বলার নেই। শুধু এটুকু দিতে পারি।’ পোস্ট করা স্ক্রিনশটে দেখা যাচ্ছে, নিগৃহীতা নিজেই ফেসবুকে ‘হ্যালো’ পাঠিয়েছিলেন জয়জিৎকে।

কেউ কেউ আবার অভিনেতা জয়জিৎকে সমর্থন করে লিখছেন, ‘জয়জিৎ ব্যানার্জী দা-কে অনেক দিন ধরে চিনি। উনি হার্মফুল নয় একদমই। এই ভাবে তো যে যার নাম এ যা খুশি বলতে পারে…দয়া করে প্রমাণ করুন। যদি এই রকম হয়ে থাকে…।’

Picsart 24 09 08 16 15 53 074

যদিও সরাসরি কোনও প্রমাণই দেখাতে পারেননি অভিনেত্রী। সেই কমেন্টের উত্তরে লেখেন, ‘সকলে আমায় ইনবক্সে জানতে চাইছেন ক্রিনশট দেব কিনা। কেউ কেউ নেগেটিভ কোথাও বলছেন তারা সকলেই পুরুষ আবার। তাই সকলকে বলছি মানুষকে তার ভুলটা ধরিয়ে দিতে হয়। পরের বার ভুল করলে শাস্তি। তাই এবারটা আমি কোনও স্টেপ নিচ্ছি কিনা সেটা বলা মুশকিল।আশা করি আপনারা বুঝবেন। বহুদিনের অভ্যেস। একটা মানুষ হঠাৎ করে অন্যজনকে খারাপ কথা বলে, একদিনের এটা বিষয় না।’

Piya Chanda