বিনোদন জগতের বড় পর্দায় প্রতিনিয়ত নতুন মুখরা নিজের স্থান তৈরি করছে। ছোট পর্দা থেকে শুরু করে তারা ধীরে ধীরে বড়পর্দায় নিজেদের পরিচিতি কায়েম করছেন। মডেলিং বা ধারাবাহিক অভিনয় থেকে বড় সিনেমার জগতে যাত্রা সহজ নয়। তবে কিছু অভিনেতা-অভিনেত্রী ধারাবাহিক পারফরম্যান্স ও মেধার সুবাদে দর্শকের নজরে আসে এবং বড় কাজের সুযোগ পায়। সেই ধারায় এবার আলোচনায় জ্যোতির্ময়ী কুণ্ডু, যিনি ‘প্রজাপতি ২’ ছবির মাধ্যমে বড়পর্দায় আত্মপ্রকাশ করতে চলেছেন।
ছিপছিপে গড়ন, উজ্জ্বল চোখ এবং টিকালো নাক—সব মিলিয়ে নজর কাড়ে জ্যোতির্ময়ী কুণ্ডুকে। বর্ধমানের এই মেয়েটি ছোটবেলা থেকেই মডেলিং জগতে যুক্ত ছিলেন। ‘বধূঁয়া’ ধারাবাহিকে প্রথমবার দর্শক তাঁকে দেখেছেন। ধারাবাহিকের সাফল্যের পর বড়পর্দায় কাজের সুযোগ পেয়েছেন। ‘প্রজাপতি ২’ সিনেমায় দেবের বিপরীতে অভিনয় করার অভিজ্ঞতা নিয়ে তিনি জানান, এটি তাঁর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আনন্দদায়ক মুহূর্ত।
জ্যোতির্ময়ী জানিয়েছেন, কলকাতায় পৌঁছানো ও প্রতিদিন বর্ধমান থেকে যাতায়াত করা সহজ ছিল না। কিন্তু পরিবারের সহায়তা ও নিজের দৃঢ় মনোবলের কারণে তিনি প্রতিটি বাধা অতিক্রম করতে পেরেছেন। ধারাবাহিক থেকে বড় সিনেমার দিকে যাত্রা তাঁর জন্য বড় চ্যালেঞ্জ হলেও তা তাঁর কাজের প্রতি মনোযোগ এবং প্রতিশ্রুতিকে কখনও কমায়নি।
তিনি আনন্দের সঙ্গে জানিয়েছেন, দেব এবং মিঠুন চক্রবর্তীর মতো অভিজ্ঞ শিল্পীর সঙ্গে কাজ করা তাঁর জন্য এক অনন্য অভিজ্ঞতা। তাঁরা এমনভাবে আচরণ করেছেন যে নতুন অভিনেত্রীর সান্নিধ্য এবং স্বাচ্ছন্দ্য বজায় থাকে। তাঁদের সহযোগিতা এবং বন্ধুত্বপূর্ণ আচরণ জ্যোতির্ময়ীকে কাজের সময় আত্মবিশ্বাসী হতে সাহায্য করেছে।
আরও পড়ুনঃ “আরাত্রিকাকে আমি কয়েক বছর আগে থেকেই চিনি, ইচ্ছা ছিল ওর সঙ্গে…” সমুদ্র সৈকতের ভিডিও থেকে ‘প্রপোজ’ ক্লিপ ভাইরাল, সম্পর্কের গুঞ্জনে অবশেষে মুখ খুললেন ‘জোয়ার ভাঁটা’র ঋষি ওরফে অভিষেক বীর শর্মা!
ছবির শুটিং চলাকালীন এক মজার ঘটনা শেয়ার করেন জ্যোতির্ময়ী। তিনি জানিয়েছেন, তিনি প্রতিদিন বাবার সঙ্গে হোয়াটসঅ্যাপে কথা বলতেন । আর সেই সময় দেব বারবার জিজ্ঞাসা করতেন, কার সঙ্গে কথা বলছো? বারবার চ্যাট দেখতে আসতেন। অভিনেত্রী বলেন, “দেব’ দার বিশাল আগ্রহ যে আমি কার সঙ্গে চ্যাট করি।” এই সব ছোট্ট মজার মুহূর্তই তাঁরা শুটিং সেটে এক আনন্দময় পরিবেশ সৃষ্টি করেছে।
