জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

“মেয়েকে দেখে বড় হতে হবে যে মা…” শ্রীময়ীকে নিয়ে একি বললেন কাঞ্চন! কোন নতুন সিদ্ধান্ত নিলেন শ্রীময়ী?

টলিপাড়ার অন্যতম চর্চিত জুটি কাঞ্চন মল্লিক (Kanchan Mallick)শ্রীময়ী চট্টরাজ (Sreemoyee Chattoraj)। তাঁদের ব্যক্তিগত জীবন যেমন আলোচনার কেন্দ্রে, তেমনই তাঁদের পেশাগত সফর নিয়েও দর্শকদের কৌতূহলের শেষ নেই। একসময় জনপ্রিয় ধারাবাহিক ‘কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ’-এ একসঙ্গে কাজ করেছিলেন তাঁরা। তারপর কেটেছে বহু দিন, ব্যক্তিজীবনে এসেছে নানা পরিবর্তন। কিন্তু সম্পর্কের সমীকরণ বদলায়নি, বরং আরও দৃঢ় হয়েছে। ২০২৪ সালে তাঁরা সংবাদ শিরোনামে উঠে এসেছিলেন তাঁদের সম্পর্ক ও বিয়ের জন্য। এখন এই তারকা জুটি তাঁদের ব্যক্তিগত ও পেশাদার জীবনকে সুন্দরভাবে সামলাচ্ছেন।

একদিকে কাঞ্চন মল্লিকের অভিনয়, অন্যদিকে শ্রীময়ী সদ্য মাতৃত্বের সুখ পেয়েছেন। কাঞ্চন বাংলা ইন্ডাস্ট্রির পাশাপাশি হিন্দি সিনেমাতেও নিজের প্রতিভা দেখিয়েছেন। অন্যদিকে, শ্রীময়ীও ছোট পর্দায় নতুন করে নিজের জায়গা করে নিচ্ছেন। তাঁদের জনপ্রিয়তা দিন দিন বাড়ছে, আর অনুরাগীরাও তাঁদের নতুন কাজের অপেক্ষায় থাকেন। প্রায়শই সংবাদমাধ্যম ও সমাজমাধ্যমে তাদের ছবি ও ভিডিও আলোড়ন সৃষ্টি করে। সম্প্রতি, শ্রীময়ী নতুন সিনেমায় অভিনয়ের সুযোগ পেয়েছেন, যা তাঁর কেরিয়ারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ছবিতে একসাথে আবারও গাঁটছড়া বাঁধবেন শ্রীময়ী ও কাঞ্চন।

image 53

এই ছবিতে তিনি ক্যামিও চরিত্রে অভিনয় করবেন, তবে সেটাও তাঁর কাছে স্বপ্নপূরণের মতো। শ্রীময়ী জানালেন, দুর্গাপুজোর মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘রক্তবীজ টু’ (Raktabeej 2) -তে তাঁকে দেখা যাবে। ছবির পরিচালনায় রয়েছেন ‘শিবপ্রসাদ মুখোপাধ্যায়’ (Shiboprosad Mukherjee) ও ‘নন্দিতা রায়’, আর এই সুযোগ পেয়ে তিনি অত্যন্ত উচ্ছ্বসিত। শ্রীময়ী বলেন, “কুম্ভমেলা থেকে ফেরার সময় এই ছবির জন্য ফোন পাই। এতদিন এই পরিচালকদের সঙ্গে কাজ করার ইচ্ছা থাকলেও কখনও তাঁদের কাছে তা প্রকাশ করতে পারিনি। তাই যখন সুযোগ এল, তখন আর চিন্তাভাবনা না করেই রাজি হয়ে গেলাম।”

ছবিতে তাঁর চরিত্র ছোট হলেও, এটি তাঁর কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে, অভিনেত্রী ‘মিমি চক্রবর্তী’র (Mimi Chakraborty) সঙ্গে একটি দৃশ্যে অভিনয়ের সুযোগ পাওয়াটা তাঁর কাছে বড় পাওনা বলে মনে করছেন তিনি। শুধু কেরিয়ারেই নয়, ব্যক্তিগত জীবনেও বড় পরিবর্তন এসেছে শ্রীময়ীর। কয়েক মাস আগে তাঁদের কন্যাসন্তান ‘কৃষভী’র (Krishvi) জন্ম হয়েছে। নতুন মা হিসেবে শুটিং ও মাতৃত্বের দায়িত্ব একসঙ্গে সামলাচ্ছেন তিনি। প্রথমে কেরিয়ারে ফেরার বিষয়ে কিছুটা দোলাচলে থাকলেও, কাঞ্চনের সমর্থন তাঁকে আত্মবিশ্বাস জুগিয়েছে।

কাঞ্চন বলেছিলেন, “মেয়েকে দেখে বড় হতে হবে যে, মা কাজ করছে।” সেই কথাই শ্রীময়ীকে কাজে ফেরার সাহস দিয়েছে। যদিও মেয়েকে বড় করতে গিয়ে যদি কখনও কাজ থেকে বিরতি নিতে হয়, তাতেও কোনও সমস্যা নেই বলে জানিয়েছেন তিনি। এই নতুন যাত্রায় শ্রীময়ী আত্মবিশ্বাসী, কারণ মেয়েকে বড় করার দায়িত্বে তাঁর মা রয়েছেন। তিনি মনে করেন, তাঁর মা এই দায়িত্ব আরও ভালোভাবে সামলাতে পারবেন, তাই নিশ্চিন্তে শুটিংয়ে মন দিতে পারবেন। নতুন কাজ, নতুন চ্যালেঞ্জ— সব মিলিয়ে শ্রীময়ী এখন এক নতুন অধ্যায়ে প্রবেশ করেছেন।

Piya Chanda