জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

“সমাজে মনুষ্যত্ব এখনও বেঁচে আছে, মানুষ একেবারে হারিয়ে যায়নি!” “হয়তো সমাজে কিছু পাওয়ারফুল মানুষ আছেন যাঁদের প্রভাব অনেক বেশি, কিন্তু কোনও ঘটনার সত্যি কখনও চিরকাল চাপা থাকে না।” কৌশিক বন্দ্যোপাধ্যায়

বিনোদন জগতের তারকারা শুধুমাত্র পর্দার অভিনয় দিয়েই নয়, সমাজ সম্পর্কে তাঁদের মতামত দিয়েও দর্শকের আগ্রহের কেন্দ্রবিন্দু হয়ে ওঠেন। কখনও রাজনীতি, কখনও মানবিকতার প্রশ্নে—সেলেবদের বক্তব্য ঘিরে কৌতূহল থাকে সাধারণ মানুষের। কারণ, যাঁদের আমরা রোজ টেলিভিশন বা বড় পর্দায় দেখি, তাঁদের বাস্তব চিন্তাভাবনাই সমাজের প্রতিচ্ছবি তৈরি করে।

অভিনেতা কৌশিক বন্দ্যোপাধ্যায় সেই তালিকারই একজন জনপ্রিয় মুখ। দীর্ঘদিন ধরে বাংলা চলচ্চিত্র ও ধারাবাহিকে তিনি অভিনয় করে দর্শকদের মন জয় করেছেন। চরিত্রের গভীরে ঢুকে কাজ করার দক্ষতাই তাঁকে আলাদা করেছে অন্যদের থেকে। কিন্তু এবার অভিনয়ের বাইরে, সমাজ সম্পর্কে নিজের মতামত জানিয়ে নতুন করে আলোচনায় এসেছেন এই অভিজ্ঞ অভিনেতা।

এই প্রথম নয়, কৌশিক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে আলোচনার ঝড় আগেও উঠেছে। প্রয়াত গায়ক শ্যামল মিত্রের মেয়ে মনোবীণা মিত্রের সঙ্গে প্রেম এবং পরবর্তীতে বিয়ে, তারপর সেই সম্পর্কের ভাঙন—সবই একসময় বিনোদন জগতের চর্চিত বিষয় ছিল। মনোবীণার মানসিক অসুস্থতার পর থেকেই তিনি লোকচক্ষুর আড়ালে চলে যান। বর্তমানে অভিনেতা লাবণী সরকার ও তাঁদের সন্তানকে নিয়ে সুখী সংসার গড়েছেন কৌশিক।

সম্প্রতি এক সাক্ষাৎকারে সমাজের মানবিক দিক নিয়ে প্রশ্ন করা হলে অভিনেতা স্পষ্টভাবে জানান, “আমি বিশ্বাস করি না যে সমাজে মনুষ্যত্ব শেষ হয়ে গেছে। যদি মানবিকতা না থাকত, তবে সমাজই চলত না।”

তিনি আরও বলেন, “হয়তো সমাজে কিছু পাওয়ারফুল মানুষ আছেন যাঁদের প্রভাব অনেক বেশি, কিন্তু কোনও ঘটনার সত্যি কখনও চিরকাল চাপা থাকে না।” কৌশিকের এই মন্তব্যই প্রমাণ করে, তিনি শুধু পর্দার অভিনেতা নন, বাস্তবের একজন সচেতন নাগরিকও।

Piya Chanda

                 

You cannot copy content of this page