জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

“মানুষ হিসেবে কোয়েলের মতো কেউ নেই!” “এমন অভিনেত্রী বিরল-যিনি আলো খোঁজেন না, আলো ছড়ান!”— ভাইফোঁটার দিনেও ব্যতিক্রমী কোয়েল মল্লিক! সমাজের বিশেষ ক্ষমতা সম্পন্ন ভাইদের দিলেন ফোঁটা! অভিনেত্রী মানবিক উদ্যোগে প্রশংসায় ভাসছে নেটপাড়া!

বাঙালির উৎসবের ক্যালেন্ডারে ভাইফোঁটার (Bhai Phonta) আলাদা একটা আবেগ আছে। এই দিনটা শুধু ভাই-বোনের সম্পর্কের আনুষ্ঠানিক বন্ধন নয়, মনের টানটা আরও গভীর করে দেওয়ার দিন। প্রতি বছরই এই উৎসবকে ঘিরে সাধারণ মানুষ থেকে শুরু করে, তারকাদেরও দেখা যায় পারিবারিক উষ্ণতার নানা ছবি। তবে, ‘কোয়েল মল্লিক’ (Koel Mallick) যেন একটু আলাদা পথেই হাঁটেন। তিনি শুধু ক্যামেরার সামনে নন, বাস্তব জীবনের প্রতিটি মুহূর্তে তার মানবিক দিকটা স্পষ্ট করে তোলেন।

এই বছরও সেই একই দৃশ্য– ভবানীপুরের মল্লিকবাড়ি সাজানো, পরিবারের সবাই একত্রিত, দালানে চলছে ভাইফোঁটার সাবেকি আয়োজন। কোয়েলের কোলের একরত্তি কাব্য দাদা কবীরের কপালে প্রথমবারের মতো ফোঁটা দিল, সেই দৃশ্য যেন প্রতিটি মায়ের চোখে আনন্দের জল আনার পক্ষে যথেষ্ঠ। কিন্তু কোয়েলের উৎসব এখানেই শেষ না! বরাবরের মতো, বাড়ির ফোঁটার পর্ব মিটিয়েই তিনি রওনা হন ‘ঈশ্বর সংকল্প’-এ বিশেষ ভাবে সক্ষম মানুষদের ঠিকানায়।

এই প্রতিষ্ঠানের ভাই-বোনদের সঙ্গেই তিনি কাটান দিনের দ্বিতীয় ভাগ। নিজের হাতে সেইসব বিশেষ ক্ষমতা সম্পন্ন দাদা এবং ভাইদের কপালে ফোঁটা দেন, সঙ্গে মিষ্টিমুখ করান, আলতো করে গল্প জুড়ে দেন। তাঁদের হাসিতে যে আনন্দ তিনি পান, তা হয়তো কোনও আলোঝলমলে অনুষ্ঠানের চেয়ে অনেক বড় পুরস্কার। সমাজ মাধ্যমে কোয়েলের এই মুহূর্তের ভিডিও প্রকাশ হতেই মানুষের প্রতিক্রিয়া ছিল একটাই।

তিনি শুধু টলিউডের ‘কুইন’ নন, একজন প্রকৃত মানবিক মানুষও বটে! বছরের পর বছর তিনি এই একই প্রথা পালন করেন নিঃশব্দে। কোনও প্রচার নয়, কোনও গ্ল্যামার নয় কেবল একটুকরো সময়, যা বিশেষ মানুষদের দিনটাকে অন্যরকম করে তোলে। কোয়েলের চোখে ভাইফোঁটা মানে শুধু নিজের পরিবারের ভাইকে ফোঁটা দেওয়া নয়, সেইসব ভাইদেরও স্মরণ করা, যাঁদের হয়তো কেউ নিয়মমতো এই ভালোবাসার ছোঁয়া দেয় না।

আজকের দিনে, যখন অনেকেই উৎসব মানে কেবল ছবি আর সোশ্যাল মিডিয়ার পোস্ট, তখন কোয়েল মল্লিকের এই সরল অথচ গভীর উদ্যোগ আমাদের মনে করিয়ে দেয়, উৎসবের আসল মানে মানুষকে ছুঁয়ে যাওয়া। তাঁর এই মানবিকতা, তাঁর ব্যতিক্রমী দৃষ্টিভঙ্গিই হয়তো তাঁকে সত্যিকারের ‘টলি কুইন’ করে তুলেছে শুধু অভিনয়ে নয়, মানুষের হৃদয়ে। আপনাদের মতেও কি কোয়েলের জন্যই ‘টলি কুইন’ তকমাটা যথার্থ? জানাতে ভুলবেন না কিন্তু!

Piya Chanda