জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

সকাল সকাল গুড নিউজ! এবার নতুন ধারাবাহিকে ফিরছেন কর্ণ-রাধিকা জুটি ক্রুশল আহুজা এবং স্বস্তিকা দত্ত!ভীষণ উৎসাহী ভক্তরা

জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ছিল কী করে বলবো তোমায়। সেখানে কর্ণ রাধিকা জুটি ভীষণ জনপ্রিয় হয়ে উঠেছিল। ক্রুশল আহুজা এবং স্বস্তিকা দত্ত এই দুই চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তার শিখরে পৌঁছে গিয়েছিলেন। ধারাবাহিক শেষ হওয়ার পর এই জুটিটাকে ভীষণ মিস করতেন সকলে। এরপরে ক্রুশলকে আমরা হিন্দি ধারাবাহিকে দেখেছি।সেটা শেষ হওয়ার পর তিনি কিছুদিন আগে শ্রাবন্তী এবং দিতিপ্রিয়ার সঙ্গে নিজের প্রথম সিনেমা শুট করে এলেন। তবে এবার তার ভক্তদের জন্য রয়েছে সুখবর।

একটি বেসরকারি সংবাদমাধ্যম কিছুদিন আগেই জানিয়েছিল যে, ক্রুশল আহুজা ছোট পর্দায় ফিরতে চলেছেন। তিনি বড় পর্দায় কাজ করে ফেলেছেন ইতিমধ্যেই কিন্তু ছোটপর্দায় তো তাকে এত খ্যাতি দিয়েছে তিনি আবার ছোট পর্দায় ফিরছেন। তবে কোন চ্যানেলে কী গল্পে সেটা এখনো ঠিক হয়নি।

অন্যদিকে আমরা দুদিন আগেই জানতে পেরেছি স্বস্তিকা দত্তের হাতে অনেকগুলো ওয়েব সিরিজ এবং সিনেমার কাজ রয়েছে।সম্প্রতি তিনি ঋতাভরী-চক্রবর্তী সঙ্গে ফাটাফাটি সিনেমার কাজ শেষ করলেন।তবে খুব সম্ভবত তাকে পুজোর পর থেকে বাংলা ধারাবাহিকে দেখা যেতে পারে এরকম একটা সম্ভাবনা তিনি দিয়েছেন।

আর এই খবর প্রকাশ হতেই আনন্দের বন্যা বয়ে যাচ্ছে দর্শকদের মধ্যে কারণ তারা প্রায় প্রত্যেক দিন হা-হুতাশ করেন রাধিকা কর্ণ জুটিকে আবার পর্দায় দেখার জন্য।এই ধারাবাহিক শেষ হওয়ার পর স্বস্তিকাকে আমরা কোন ধারাবাহিকে দেখতে পাইনি তবে ওয়েব সিরিজে দেখতে পেয়েছি।

অনেকেই চাইছেন যে ক্রুশল আর স্বস্তিকা যখন ঠিক করে ফেলেছেন যে তারা ছোটপর্দায় ফিরবেন তখন তারা জুটি হিসেবে ফিরলে খুব ভালো হয়। সকলেই এখনো অধীর আগ্রহে অপেক্ষা করে আছেন যদি এই দুজন একসঙ্গে জুটি হিসেবে ফেরে সেটা দেখার জন্য।

Piya Chanda

                 

You cannot copy content of this page