জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

কতটা মিল রয়েছে মা-ছেলের? কেশবের সঙ্গে নিজের ছোটবেলার ছবি পোস্ট করলেন অভিনেত্রী মধুবনী

এই মুহূর্তে পুরোদমে মাতৃত্ব উপভোগ করছেন ছোটপর্দার অভিনেত্রী মধুবনী। তাঁর আর রাজা গোস্বামীর সন্তানের নাম রেখেছেন কেশব। মাঝে মাঝেই ছেলের সঙ্গে ছবি পোস্ট করেন তিনি। এবার আবার ছেলের সঙ্গে কোলাজ করে নিজের ছোটবেলার ছবি পোস্ট করলেন নায়িকা। সেই ছবিটি এ মুহূর্তে ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়।

ছবিতে নায়িকা লেহেঙ্গা চোলি পরে আছেন। আর ছোট্ট কেশব বিছানায় শুয়ে রয়েছে। নিজের ইনস্ট্রাগ্রামে এই ছবি পোস্ট করেছেন মধুবনী। ক্যাপশনে লিখেছেন ‘কেশব আর কেশবের মা’। নায়িকা বিয়ের পরে দীর্ঘদিন ধরে অভিনয় থেকে দূরে রয়েছেন। তারপর সন্তানের জন্মদান এরপরে আবার উঠে আসেন আলোচনায়। যদিও এই মুহুর্তে তাঁর নিজের একটি সেলুন রয়েছে। তবে ভালবাসা.কম ধারাবাহিকের সেই মুখ্য চরিত্র তোড়াকে কেউ ভুলতে পারেনি।

নায়িকার অনুরাগীর এখনও অপেক্ষা করছেন কবে আবার তাঁকে পর্দায় অভিনয় করতে দেখতে পাবেন তাঁরা। এদিকে নায়িকার স্বামী রাজা বর্তমানে খরকুটো ধারাবাহিকে অভিনয় করছেন।

Piya Chanda

                 

You cannot copy content of this page