জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

Pilu-Mithai: নিজের উপার্জনের টাকায় এক লাখের লেটেস্ট আইফোন কিনলো পিলু!’মিঠাই এই একই ফোন নিয়েছে বাবার টাকায়’, সোশ্যাল মিডিয়ায় ঘনাচ্ছে বিতর্কের মেঘ

সাধারণত যখন একই প্রোডাকশন হাউসের বিভিন্ন ধারাবাহিক চলে তখন ধারাবাহিকের নায়িকাদের মধ্যে অনেক সময় তুলনা চলে আসে এবং যেটা করেন তাদের ভক্তরা।তবে যে ধারাবাহিকের টিআরপি বেশি থাকে তাদের নিয়েই মূলত কথা বলা হয় কিন্তু গতকাল টিআরপি লিস্টে জি বাংলার প্রোডাকশন হাউজের খেলনা বাড়ি যখন প্রথম পাঁচে চলে এলো আর মিঠাই ছিটকে গেল তখন সকলেই অবাক হয়েছিলেন। অনেকেরই মনে হতো শুরু করেছিল তাহলে কি জি বাংলা এবার নতুন ধারাবাহিক খেলনা বাড়িকেই প্রমোট করবে?

এটা কিন্তু ঠিক যে জি বাংলা যখন নতুন কোন ধারাবাহিক নেন তখন পুরনো ধারাবাহিককে ধীরে ধীরে অবহেলা করতে শুরু করে। যেটা ঘটেছিল মিঠাই আর করুণাময়ী রানী রাসমনির ক্ষেত্রে।যারা সেই ধারাবাহিক দেখতেন তারা ভালো করেই জানেন মিঠাইকে যখন ২০২১ সালের প্রথম দিকে আনা হয়েছিল তখন কিন্তু ধীরে ধীরে করুণাময়ী রানী রাসমনির প্রতি অবহেলা করতে শুরু করেছিল জি বাংলা এবং তার ফলস্বরূপ কিছুদিন পরেই রানী রাসমনি শেষ হয়ে যায়।তাই অনেক মিঠাই ভক্তই আশঙ্কা করছেন যে হয়তো খেলনা বাড়িকে গুরুত্ব দিতে গিয়ে বা নতুন কোন সিরিয়ালকে ফোকাস করতে গিয়ে মিঠাই কে সরিয়ে দেবে চ্যানেল। তবে খুব সম্ভবত জানা যাচ্ছে যে নভেম্বরের শেষ হতে পারে জি বাংলার প্রোডাকশনের আরেক ধারাবাহিক পিলু।

দুই বোন মিঠাই আর পিলু একই দিনের এপিসোডে পরেছে একই গলার হার! 'আলাদা দিনে  পরাতে পারল না?', হেসে কুটিপাটি নেটিজেনরা – Tolly Tales

অনেক সময় পিলু আর মিঠাইয়ের তুলনা করা হয়। যদিও না করাই সমীচীন বলে মনে করেন অনেকে কারণ পিলু’র এটা প্রথম অভিনয় আর প্রথম সিরিয়াল অন্যদিকে সৌমীর এর আগেও অভিজ্ঞতা আছে। তবে এবার একটা জিনিস নিয়ে বিতর্ক হতে পারে।

বেশ কয়েক সপ্তাহ আগে লেটেস্ট আইফোন ঘরে আনার খবর জানিয়েছিল মিঠাই রানী। প্রথমে একটি ভিডিও দেখে সকলে ভেবেছিলেন যে মিঠাই তার বাবাকে ফোন টা কিনে দিয়েছে কিন্তু পরে তিনি সংশোধন করে জানান যে আইফোনের লেটেস্ট মডেলটি বাবা তাকে কিনে দিয়েছে। ফোনটির দাম সাম্প্রতিক বাজারদর অনুযায়ী মোটামুটি এক লক্ষ টাকা। সেই নিয়ে তখন নিন্দুকেরা অনেক কথাই বলেছিল কিন্তু আবার তৈরি হতে যাচ্ছে নতুন বিতর্ক।

পিলুও দিন কয়েক আগে একই ফোন কিনেছে এবং সেটি সে নিজের উপার্জনের টাকায় নিজেকে উপহার দিয়েছে। আ গিফট ফ্রম মি টু মাইসেল্ফ এই ক্যাপশনে নতুন iphone এর ছবিটি তিনি দিয়েছেন। এটা দেখেই অনেকের মনে পড়েছে মিঠাইয়ের কথা এবং তারা ভাবতে শুরু করেছে আগে যে পিলু যদি নিজের টাকায় নিজেকে আইফোন কিনে দিতে পারে তাহলে মিঠাই নিশ্চয়ই বেশি উপার্জন করবে তাহলে মিঠাই কি নিজেকে এই ফোনটা কিনে দিতে পারত না? তার তো এখন দু-তিনটে আইফোন কেনার সামর্থ্য রয়েছে তাহলে বাবার থেকে নিতে হবে কেন?

megha daw

যদিও এর বিপক্ষেও মতবাদ তৈরি হয়েছে। অনেকে বলছেন যে এটা মিঠাই এর পারিবারিক ব্যাপার। ছেলেমেয়ে উপার্জন করতেই পারে তার মানে কি তাদের বাবা-মা কিছু গিফট দিতে পারবে না তাদের? সৌমির বাবার ইচ্ছা হয়েছে, তিনি মেয়েকে দামি ফোন দিয়েছেন। এটাকে বাবা মেয়ের ভালোবাসা হিসেবে দেখাই উচিত এখানে ফোনের দাম নিয়ে তুল্যমূল্য বিচার করা উচিত নয় কারোর।মিঠাই তার বাবা-মাকে কী দিয়েছে সেটা তো সে সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করে না তাই হয়তো এত বিতর্ক হচ্ছে।

Nira