গুড মর্নিং, কলকাতা, সকাল সকাল এই শব্দগুলো রেডি হতে শুনলে মন ভালো হয়ে যায় কলকাতাবাসীর। কলকাতায় বিভিন্ন জনপ্রিয় রেডিও স্টেশন আছে।আগে মানুষ এত টিভি দেখত না এবং ইন্টারনেট না থাকার কারণে মানুষের বিনোদনের অন্যতম সূত্র ছিল রেডিও। পরে যখন ইন্টারনেট এল সঙ্গে স্মার্টফোন তখন মানুষ ধীরে ধীরে রেডিওকে ভুলতে থাকলো। শুধু এখন সকালে অফিস যেতে যেতে কিছু মানুষ রেডিও শোনেন কিন্তু এবার হয়তো তারা সেটা বন্ধ করে দেবেন কারণ তারা যে কারণে রেডিওটা শোনেন সেটাই আর থাকছে না।
বাংলার অন্যতম জনপ্রিয় রেডিও স্টেশন হলো রেডিও মিরচি ৯৮.৩। আর রেডিও মিরচি শোনার জন্য মানুষের আগ্রহ থাকতো তার কারণ একটাই মানুষ। তিনি হলেন মীর আফসার আলি। মীর সকাল ম্যান হয়ে যে শো করতেন সকালবেলায় দীর্ঘদিন ধরে একটা মানুষের মনে একদম চিরকাল গাঁথা হয়ে থাকবে। সকালবেলা মীরের গলার আওয়াজ না শুনলে বাঙালির মন বসত না। সেই মীরকে আর বাঙালি শুনতে পাবে না রেডিও মিরচিতে।
কিছুক্ষণ আগেই তিনি ফেসবুকে একটা ছবি দিয়েছে যেখানে আজ থেকে ২৮ বছর আগে মীর প্রথম রেডিওতে যোগদান করেছিলেন তার সেই পুরনো বিরল দৃশ্য। আজ তিনি নিজের রেডিও ক্যারিয়ার ছেড়ে দিলেন। অর্থাৎ ৯৮.৩ রেডিও মিরচি ছেড়ে দিলেন মীর। আর তার গলা আমরা রেডিও মির্চিতে শুনতে পাবো না। এটা শুনে মন খারাপ হয়ে গেছে নেটিজেনদের।
তবে তিনি অন্য পেশা বেছে নিচ্ছেন হয়তো। মনে করা হচ্ছে মূলত অভিনয়টাকেই সম্বল করে তিনি এগোতে চান। সেজন্য রেডিও জকির কাজ তিনি বন্ধ রাখলেন। তবে বলছেন তোমায় ছাড়া তো আর রেডিও শোনা যাবে না। এখন ইউটিউবে মীরেল পুরনো শো’গুলোই ভরসা। সানডে সাসপেন্স মীরকে ছাড়া এটা ভাবতেই মানুষের কষ্ট হচ্ছে। কিন্তু কিছু করার নেই।