Connect with us

    Tollywood

    Ankush Hazra: অঙ্কুশের মুখে থা’প্পড়ের দাগ, হাত পা বাঁধা! ‘দুটো পয়সার জন্য মিঠুনের মতো অভিনেতা অপমান সহ্য করছে আর অঙ্কুশ ছ্যাবলামো করেই যাচ্ছে’, সহ্য হচ্ছে না দর্শকদের

    Published

    on

    ১১ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে জি বাংলার ‘ডান্স বাংলা ডান্স’ সিজন ১২। অন্যান্য সিজনের মতো, এবারও বাংলার সেরার সেরা নৃত্যশিল্পীরা তাঁদের প্রতিভা সকলের সামনে তুলে ধরছেন এই স্টেজে। ১০ বছর পর ‘ডিবিডি’-তে মহাগুরু আসনে ফিরেছেন মিঠুন চক্রবর্তী। বিচারক আসনে বসেছেন বলিউড অভিনেত্রী মৌনী রায় এবং দুই টলি নায়িকা শুভশ্রী গঙ্গোপাধ্যায় ও শ্রাবন্তী চট্টোপাধ্যায়।

    প্রতিবারের মতো সঞ্চালকের দায়িত্ব পালন করছেন অঙ্কুশ হাজরা। পারফর্মেন্সের পাশাপাশি অঙ্কুশের হাসি, ঠাট্টা, জোকস বেশ মজে রাখে দর্শক ও বিচারকদের। অঙ্কুশের হাবভাব, হাস্যকর কথা একপ্রকার পছন্দই করেন সকলে। তবে আবার কিছুজন এটাকে অঙ্কুশের অতিরিক্ত বাড়াবাড়ি বলে মনে করেন। আর তারফলেই হঠাৎ শো থেকে গায়েব হয়ে যান অঙ্কুশ।

    আর তাই দেখে বিচারক কিছুটা হতবাক, খোঁজ করছেন অঙ্কুশের। হঠাৎ কি হল অঙ্কুশের? ভয় নেই, ফিরে এসেছে অঙ্কুশ, তবে এ কি অবস্থা? গালে চ’ড়ের দাগ, হাত-পা বাঁধা। দেখেই ছুটে গেল বিচারকেরা। খুললো সেই বাঁধা দড়ি। শুধু তাই নয়, অভিনেতা মিঠুন চক্রবর্তীর দিকে উঠল অভিযোগ। তিনি নাকি ইচ্ছে করেই পারফর্মান্সদের ভালো নাম্বার দিয়ে দেন। আর তাই শুনে খেপে গেল মিঠুন। চ্যালেঞ্জ ছুঁড়ে দিল চ্যানেলকে। এবার হবে সঠিক বিবেচনায় হাড্ডাহাড্ডি লড়াই।

    tollytales whatsapp channel

    না, কোনোটাই সিরিয়াস নেওয়ার কিছু নেই। যাঁরা এই শো দেখেন, তাঁরা জানেন এসবি হয় মজার চলে। প্রতিযোগিতা চলার পাশাপাশি হাসি-ঠাট্টায় ভোরে ওঠে স্টেজ। আর সেই আনন্দে মেতে ওঠে বিচারক, খুদে অংশগ্রহণকারী থেকে শুরু করে সকলেই। উল্লেখ্য, নন ফিকশন এই শো পরিচালনা করছেন অভিজিৎ সেন। প্রতি শনি ও রবিবার রাত ৯.৩০ মিনিটে সম্প্রচারিত হয় ‘ডিবিডি’ সিজন ১২। এবার বহু জনপ্রিয় তারকারা আসছে ‘ডিবিডি’তে। এরমধ্যে কিছু তারকা গত বছর এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন।

    গতবারের নৃত্য গুরু সৌমিলি বিশ্বাসও এসেছেন এই শো’তে। তিনি একাধারে একজন জনপ্রিয় অভিনেত্রীও। এছাড়াও এসেছেন আরও কিছু পুরোনো এক পুরোনো ডান্স বাংলা ডান্সের অংশগ্রহণকারীরা। উল্লেখ্য, বাংলা রিয়্যালিটি শো-এর মধ্যে অন্যতম জনপ্রিয় ‘ডান্স বাংলা ডান্স’। শহর থেকে শহরতলি বিভিন্ন প্রান্ত থেকে বহু মানুষ কঠিন লড়াইয়ের মধ্যে দিয়েও অংশ নেয় এই অনুষ্ঠানে। বিশেষ এপিসোড থেকে শুরু করে নানারকম চমকে মোড়া এক একটি পর্ব প্রতিবারই মন জয় করে দর্শকদের।