অভিনয় জগতে তাঁকে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার কিছু নেই। তিনি ছোটপর্দার অন্যতম জনপ্রিয় মুখ ‘দেবময় মুখোপাধ্যায়’ (Devaamoy Mukherjee) । বর্তমানে তিনি ‘মিত্তির বাড়ি’ (Mittir Bari) ধারাবাহিকে অভিনয় করছেন জি-বাংলার (Zee Bangla) পর্দায়। তবে এবার নিজের ব্যক্তিগত জীবনের এক বিশেষ মুহূর্ত ভাগ করে নিয়ে আরও একবার আলোচনায় এলেন এই অভিনেতা।
অভিনয়ের পাশাপাশি একজন বাবা হিসেবেও নিজেকে নতুনভাবে তুলে ধরলেন এদিন দেবময়। গত বছরই সাত পাকে বাঁধা পড়েছিলেন তিনি। আর মাত্র ছ’মাসের মাথায় আসে সুখবর। দুর্গাপুজোর কোলাহলের মধ্যেই প্রথম জানান, তাঁর ঘরে এসেছে যমজ কন্যা সন্তান। যদিও জন্মের পর থেকে এই দুই লক্ষ্মীকে বরাবরই সমাজ মাধ্যমের চোখের আড়ালে রেখেছিলেন তিনি।
ঠিক যেন নিজের জীবনের শ্রেষ্ঠ সম্পদকে একটু গোপনেই আগলে রাখে কেউ, তবে এবার আর চেপে রাখলেন না সেই আনন্দ। গত ৯ই মে নিজের দুই কন্যাসন্তানকে কোলে নিয়ে একটি বিশেষ মুহূর্তের ছবি প্রকাশ করলেন দেবময়। ক্যাপশনে লেখেন, “জনসমক্ষে এই প্রথম।” এক ঝলকে ছবিতে ধরা পড়েছে এক বাবার ভালোবাসা, গর্ব এবং আবেগে।
অভিনেতার এই পোস্ট ইতিমধ্যেই দর্শকমহলে বেশ সাড়া ফেলেছে। সবাই ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন দুই একরত্তি শিশুকে। এই দুই মিষ্টি মেয়ের সাত মাস পূর্ণ হওয়া উপলক্ষ্যে কিছুদিন আগেই আয়োজিত হয়েছিল তাদের অন্নপ্রাশনের অনুষ্ঠান। উপস্থিত ছিলেন পরিবারের সদস্যরা এবং ‘মিত্তির বাড়ি’ ধারাবাহিকের কলাকুশলীরাও।
আরও পড়ুনঃ সাফল্যের শিখরে থেকেও পরিবারের টান ভোলেননি! বাবা-মায়ের জন্য রাজকীয় সারপ্রাইজে মন জিতলেন অঙ্কিতা ভট্টাচার্য
ব্যক্তিগত ও পেশাগত জীবনের এই সুন্দর মিলন উৎসবে খুশি যেন আরও একটু বেশি রঙিন করে তুলেছিল সেই দিনটিকে । দেবময়ের এই যমজ কন্যাদের আগমন যেন তাঁর জীবনে এক নতুন অধ্যায়ের সূচনা করেছে। পর্দার বাইরেও একজন নিঃস্বার্থ বাবা হিসেবে তাঁর এই যাত্রা নিঃসন্দেহে প্রশংসাযোগ্য। আমাদের শুভ কামনা রইলো এই দুই শিশুর আগামী দিনের জন্য!