জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

বিমানে পাশাপাশি যশ নুসরত!তাদের অন্তরঙ্গ ভিডিও এলো সামনে

বর্তমানে শুধু টলিউড নয় সোশ্যাল মিডিয়া ও রীতিমতো কাঁপাচ্ছেন যশ দাশগুপ্ত এবং অভিনেত্রী সাংসদ নুসরত জাহান। অভিনেত্রী সন্তানসম্ভবা হওয়ার খবর ছড়িয়ে পড়ার পর থেকেই আরো বেশি আলোচনায় এসেছেন তিনি। সেই সঙ্গে জড়িয়ে গিয়েছিল অভিনেতা যশ দাশগুপ্তের নাম। অভিনেত্রী সন্তানের বাবা যে যশ সেই জল্পনা বহু আগে থেকেই ঘুরছিল সোশ্যাল মিডিয়ায়।

=তারপর পাকাপাকিভাবে নায়িকাই নিজে ঘোষণা করেন যে ঈশানের বাবা হলেন যশ দাশগুপ্তই। আরে ঘোষণার পর থেকেই খুল্লামখুল্লা প্রেম করছেন এই জুটি। মাঝে মাঝেই এখন তো দেখা যায় যশ এবং নুসরতকে।

এবার আবার বিমানে দেখা গেল এই জুটিকে। দুজনে একসঙ্গে যাত্রা করছেন। তার একটি ভিডিও শেয়ার করেছেন যশ দাশগুপ্তর সন্তানের মা নুসরত জাহান। সম্প্রতি এয়ারপোর্ট লুক নিয়ে দুজনেই ভাইরাল হয়েছিলেন।

বিমানবন্দরে এবং বিমানের ভিতরে বিভিন্ন ধরনের মুহূর্ত ফুটে উঠেছে সেই ভিডিওতে। কখনো দেখা যাচ্ছে দুজন একসঙ্গে সেলফি তুলছেন আবার কখনো খুনসুটিতে ব্যস্ত দুজন। দুষ্টু মিষ্টি মুহূর্তের ভিডিও শেয়ার করতেই ভাইরাল হয়ে যায় সঙ্গে সঙ্গে। সাদা টপ ও চোখে কালো চশমা নুসরতের। এদিকে আবার কালো শার্ট পরেছেন যশ।

এই জুটির এয়ারপোর্ট লুক যখন ভাইরাল হয় সেই সময়ে অনেকেই কটাক্ষ করে নুসরত ও যশকে।কমেন্ট বক্সে প্রশ্ন করে সন্তান কোথায়? সন্তানকে কি ভুলে গেলেন? দুজনের কেউই সেইসব প্রশ্নকে পাত্তা দেননি।

Piya Chanda

                 

You cannot copy content of this page