জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

একসঙ্গে কাটালেন ১১ বছর!টলিউড কাপলদের মত বিচ্ছেদের ট্রেন্ডে গা ভাসাননি ঐন্দ্রিলা-অঙ্কুশ

দুজনেই টলিউডের অন্যতম সেরা অভিনেতা-অভিনেত্রীর স্থান দখল করে রয়েছেন। দুজনেই একে অপরের হৃদয় জুড়ে রয়েছেন। তাঁরা হলেন অঙ্কুশ হাজরা এবং ঐন্দ্রিলা সেন। টলিউডের অন্যতম সেরা লাভ বার্ডস তকমা পেয়েছেন এই জুটি। খুনসুটি ভালবাসা সব মিলিয়ে মিশিয়ে তাঁদের সম্পর্ক। আর সেটা সাধারণ মানুষের থেকে লুকিয়ে-চুরিয়ে নয়। দুজনের ডায়েরির খোলা পাতার মতো। একেবারে স্বচ্ছ।

এই মুহূর্তে বলিউড-টলিউড জুড়ে শুধুই বিচ্ছেদের ট্রেন্ড। তবে অঙ্কুশ বা ঐন্দ্রিলা কেউই সেই জোয়ারে গা ভাসাননি। তাই এখনও অটুট এবং অন্যদের কাছে দৃষ্টান্ত স্বরূপ তাঁদের প্রেমের গল্প।

টলিপাড়ার অন্যতম পুরনো এবং প্রিয় জুটি এই দুজন। প্রেমিক-প্রেমিকার থেকেও যেন দুজনের বন্ধুত্ব আরো বেশি। এই ঐন্দ্রিলাকে গোরিলা বলছেন অঙ্কুশ আবার এই তাঁকে প্রেমের চুম্বনে ভরিয়ে দিচ্ছেন।

77255436

দেখতে দেখতে সেই প্রেম যাপনের ১১ বছর সম্পূর্ণ হলো। মিষ্টি এই জুটির কার্যকলাপ দেখতে সোশ্যাল মিডিয়ায় বেশ পছন্দ করেন নেটিজেনরা। অঙ্কুশের একটি ছবি এসেছে চর্চায়। হাসি মুখে গালে হাত দিয়ে একদৃষ্টে ক্যামেরার দিকে তাকিয়ে তিনি। ঠিক যেন কারুর সৌন্দর্য মুগ্ধ হয়েছেন। যেমন অনুমান ঠিক তেমনটাই হলো।

ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন এভাবে গালে হাত দিয়ে ছেলেরা তখনই বসে যখন তারা প্রেমে পড়ে। আর নয়তো যখন একটাই মেয়ের সঙ্গে ১১ বছর ধরে প্রেম করে। বলা বাহুল্য, এখানে তিনি নিজের আর ঐন্দ্রিলার কথাই বললেন। ১১ বছর ধরে একজন নারীর সঙ্গে সম্পর্ক টিকিয়ে রাখা আছে আজকালকার দিনে সহজ নয়।

 

View this post on Instagram

 

A post shared by Ankush (@ankush.official)

নিজের প্রেমিকার উদ্দেশ্যে এই পোস্ট করলেন অঙ্কুশ হাজরা। শুধু তাই নয় ডায়েট করে তন্বী হয়েছেন ঐন্দ্রিলা। আর তাই মন খারাপ নায়কের। তিনি আবার সেই গোলু-মোলু ঐন্দ্রিলাকেই ফিরে পেতে চান। সেটাও আবার পোস্ট করেছিলেন সোশ্যাল মিডিয়ায়। খুব দ্রুত “লাভ ম্যারেজ” সিনেমায় এই জুটিকে দেখা যাবে রিল লাইফে।

Piya Chanda

                 

You cannot copy content of this page