জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

নতুন দম্পতির মতই শ্বেতশুভ্র পোশাকে নজর কাড়লেন সৃজনের পর্ণা! শ্বেতা-রুবেলের নতুন জীবনের শুরুতে কি বললেন পল্লবী?

গত ১৯ শে জানুয়ারি চার হাত এক হয়েছে বহু প্রতীক্ষিত জুটি শ্বেতা-রুবেলের। বহু বছরের প্রেম পেয়েছে পরিণতি। ২১শে জানুয়ারি ছিল তাঁদের রিসেপশন। আরে রিসেপশনি বসে ছিল চাঁদের হাট। বলাই বাহুল্য সব টেলি অভিনেতা অভিনেত্রীরাই উপস্থিত ছিলেন এখানে।

শ্বেতা এবং রুবেলের নতুন জীবনযাত্রার শুরু নিয়ে উচ্ছ্বসিত গোটা পরিবার ও অনুরাগীরা। তাঁদের এই নতুন অধ্যায়ের আর এক অন্যতম চমক ছিল পর্ণা ও বর সৃজনের ম্যাচিং পোশাক। সাদা সিফনের শাড়িতে পর্ণা যেন সকলের নজর কেড়ে নিয়েছিলেন। অন্যদিকে নতুন বৌ শ্বেতাকে আকাশি রঙা নেটের লেহেঙ্গায় এবং রুবেল বেছে নিয়েছিলেন আইভরি রঙা শেরওয়ানি।

এই মুহূর্তে, নতুন বর কনের সঙ্গে পল্লবীর এমন ম্যাচিং দেখে অবাক দর্শক। পল্লবী বরাবরই ছিমছাম সেজে অনুরাগীদের নজর কাড়েন, এদিনও হলো একইরকম। গলায় পার্ল নেকলেস, খোলা চুল আর ছোট্ট টিপে মোহময়ী অভিনেত্রী। শ্বেতা-রুবেলের এই নতুন শুরুতে ‘পর্ণা’ পল্লবী শর্মার প্রতিক্রিয়া ছিল আবেগপূর্ণ। তিনি বললেন, “শ্বেতা আর রুবেল শুধু আমাদের গল্পের দুই চরিত্র নয়, তাঁরা আমাদের পরিবারের মতো। তাঁদের নতুন পথচলা যেন আরও সুন্দর এবং মঙ্গলময় হয়।”

উপহার হাতে এদিন দেখা মিললো পল্লবীর, তাঁর কথায়, ‘আমার শুভেচ্ছা সবসময় রয়েছে ওদের সঙ্গে। ওদের নতুন জীবন খুব সুখের হোক এটাই চাই’। বিয়ের দিনে দেখা না মিললেও রিসেপশনে পৌঁছেছিলেন ‘পর্ণা’। শুধু পল্লবী নয় এদিন উপস্থিত ছিলেন নিম ফুলের মধু পরিবারের সকলে।

সমস্ত অনুরাগীর জন্য এটি শুধু একটি ধারাবাহিক নয়, বরং তাঁদের জীবনের অংশ। শ্বেতা ও রুবেলের যাত্রা যেন তাঁদের স্বপ্নপূরণের পথে এগিয়ে নিয়ে যায়। শ্বেতা-রুবেলের নতুন জীবনের শুরু, অন্যদিকে রুবেলের সঙ্গে ম্যাচিং পোশাক নজর কেড়েছিল সৃজন-পর্ণার ভক্তদের।

Tolly Tales