Tollywood

Ipsita Mukherjee: মিঠাই-পিহু কেউ পারল না! সিরিয়ালের পার্শ্বচরিত্র থেকে সোজা বুম্বাদার সিনেমায় নায়িকা হয়ে আসছে ঈপ্সিতা মুখার্জী! অবাক সকলে

এতদিন টলিউডে একটাই খবর ঘুরছিল। সেটা হল প্রসেনজিৎ আর ঋতুপর্ণার বিয়ে। “প্রসেনজিৎ ওয়েডস ঋতুপর্ণা” নামে আলোড়ন ফেলেছিল সেই খবর। টলিগঞ্জের আইকনিক এই জুটি প্রসেনজিৎ-ঋতুপর্ণার এই খবর ছড়াতে আর কতক্ষণ লাগে? মুহূর্তের মধ্যে ভক্তদের একটাই প্রশ্ন দুজনেরই তো ছেলে-মেয়ে, পরিবার রয়েছে তাহলে আবার বিয়ে কেন?

একসঙ্গে প্রায় ৫০টি ছবিতে অভিনয় করেছেন এই জুটি। শেষবার ১৫ বছর পর প্রাক্তন সিনেমায় স্বামী-স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছিলেন প্রসেনজিৎ আর ঋতুপর্ণা। আর তার মাঝে দুজনের মধ্যেকার মনোমালিন্যের জেরে নাকি কথা বলা বন্ধ হয়ে গেছিল এই দুই তারকার।

Prosenjit- Rituparna: বিয়ে করছেন প্রসেনজিৎ-ঋতুপর্ণা, এ বছরেই শুরু হচ্ছে নতুন যাত্রা - TV9 Bangla News

শুধু নেট দুনিয়া নয়, গত কয়েক সপ্তাহ ধরেই তাদের বিয়ের খবরে তোলপাড়া সংবাদমাধ্যমে। দিনক্ষণের ঘোষণাও হয়ে গেছিলো। কিন্তু হবে হবে করেও বিয়েটা ভেঙে গেলো। হ্যাঁ, শোনা যাচ্ছে আর বিয়ে করছেন না প্রসেনজিৎ-ঋতুপর্ণা। সেই জায়গায় নাকি বিয়ে হচ্ছে ঋষভ আর ইপ্সিতার।

গত ভ্যালেন্টাইন্স ডে-র দিন ‘প্রসেনজিৎ ওয়েডস ঋতুপর্ণা’-এ একটি পোস্টার টিজার প্রকাশিত হয়েছিল সোশ্যাল মিডিয়ায় যেটা ব্যাপক আলোড়ন ফেলেছিল। সেখানে পাত্র-পাত্রী পক্ষের তরফ থেকে রীতিমতো আমন্ত্রণ জানানো হয়েছিল সেই বিগ ফ্যাট বিয়েতে। সকলেই ভেবেছিল পর্দায় বোধহয় আবার সাত পাকে বাধা পড়বেন বুম্বাদা আর ঋতু। কিন্তু না, ঋতুপর্ণা ও প্রসেনজিৎ সোমবার ভিডিয়ো বার্তায় নিজেরাই জানিয়ে দিলেন বিয়ে হচ্ছে না তাদের।

Prosenjit Chatterjee, Rituparna Sengupta at the launch of a salon

বরং বিয়েটা হচ্ছে অভিনেতা ঋষভ বসু ও ঈপ্সিতা মুখোপাধ্যায়ের। ২৫ নভেম্বর এই দুজনের বিয়ে দেবেন বুম্বাদা আর ঋতু। তবে শেষ মুহূর্তে বিয়ে থেকে বেঁকে বসেছেন পাত্রী ঈপ্সিতা। এবার সেটা নিয়ে হবু বর আর হবু কনের মধ্যে ঝগড়া চলছে। ঋষভ আদৌ হবু স্ত্রীর মান ভাঙাতে পারে কিনা সেটা দেখা যাবে ওই দিনই।

এতক্ষণে বুঝেই গেছেন এটা সম্পূর্ণ একটা সিনেমার গল্প। হ্যাঁ, সিনেমায় একসঙ্গে এতগুলো তারকা রয়েছেন হিট হতে বাধ্য। পরিচালনা করছেন সম্রাট শর্মা। এই ছবি নিবেদন করছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও ঋতুপর্ণা সেনগুপ্ত। ক্যামিও চরিত্রে থাকতে পারেন দুজন।

Nira