জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

স্ট্রাগলের আসল অর্থ আধপেটা খেয়ে, থাকার জায়গা না থাকা সত্ত্বেও নিজের স্বপ্ন পূরণ করা! এখন স্ট্রাগলের অর্থ ভিন্ন, এখন অস্তিত্ব সংকট‌ই সব থেকে বড় সমস্যা! অকপট রাহুল দেব বোস

আজকের প্রজন্মের অভিনেতাদের নিয়ে প্রায়ই শোনা যায়—তাঁরা নাকি অতীতের মতো সংগ্রাম করেন না। ঠিক এই বিশ্বাসেই আরও এক চিমটে জ্বালানি দিলেন অভিনেতা রাহুল দেব বসু। মুম্বইয়ে বিজ্ঞাপনের শুটে ব্যস্ত রাহুল, সাগরতটে সন্ধ্যার নরম আলোয় দাঁড়িয়ে একান্তে বললেন তাঁর জীবনের উপলব্ধির কথা—আর তা স্পষ্টই জানাল, তাঁর লড়াই ঠিক প্রচলিত সেই অর্থে ‘স্ট্রাগল’ নয়।

রাহুলের যুক্তি এককথায় সোজাসাপ্টা। তিনি বলেন, আগের দিনের শিল্পীরা যে ভয়াবহ অভাবের মধ্য দিয়ে কাজ শুরু করেছেন, তা আর নেই আজকের দিনে। উত্তমকুমার বা ভানু বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে মিঠুন চক্রবর্তী—কেউ না খেয়ে থেকেছেন, কেউ সারা রাত মাথা গোঁজার জায়গা পাননি। মনোজ বাজপেয়ী, নওয়াজ়উদ্দীন সিদ্দীকী, পঙ্কজ ত্রিপাঠীর মতো অভিনেতারাও রাতের শুটিংয়ের আশায় থাকতেন, যেন খাবার আর রাতের মাথা গোঁজার জায়গা মিলবে। সেই লড়াইকে তিনি সম্মান করেন, আর স্পষ্টই বলেন—“আমার জীবন তেমন ছিল না।”

নিজের জীবনের কথাও অকপটে স্বীকার করেন রাহুল। উচ্চ-মধ্যবিত্ত পরিবারের সন্তান হওয়ায় অর্থ সংকট কখনও টের পাননি তিনি। পড়াশোনা থেকে প্রয়োজনীয় খরচ—সবই ছিল ধরাছোঁয়ার মধ্যে। তাই মুম্বই গিয়ে কাজ করা বা শহরের বাইরে থাকা—এসবকে তিনি কোনওভাবেই ‘স্ট্রাগল’ বলে মানতে নারাজ। তাঁর ভাষায়, “এসবকে লড়াই বলাটা অন্যায়। সত্যিকারের সংগ্রাম ছিল আগের প্রজন্মের।”

তবে কি রাহুল নিজের জীবনে কোনও সংগ্রামই দেখেন না? অভিনেতা জানালেন, আজকের দিনে অভিনেতাদের লড়াই পুরোপুরি অন্য জায়গায়। আর্থিক অভাব নয়, তাঁদের বড় ভয় হল—অস্তিত্ব সংকট। কাজের জগতে জায়গা ধরে রাখতে পারা, নিয়মিত ভাল কাজ পাওয়া, দীর্ঘদিন আলোয় থাকা—এই চাপই তাঁদের প্রকৃত লড়াই। রাহুলও স্বীকার করেন, এই মানসিক চাপ তাঁর জীবনেও আছে।

আরও পড়ুনঃ শেষের পথে ‘চিরদিনি তুমি যে আমার’? ফের জিতু–দিতিপ্রিয়ার বিরোধে টালমাটাল শুটিং! নায়কের সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে আপত্তি নায়িকার! অচিরেই বন্ধের পথে এই জনপ্রিয় ধারাবাহিক? গুঞ্জন টেলিপাড়া জুড়ে

শেষ পর্যন্ত রাহুলের উপলব্ধি একটাই—স্ট্রাগল এখন আর খিদে বা ঘুমোনোর জায়গা ঘিরে নয়, বরং টিকে থাকা নিয়ে। আর এই মানসিক লড়াই, তাঁর কাছে আজকের অভিনয়জগতের আসল চ্যালেঞ্জ।

Piya Chanda

                 

You cannot copy content of this page