জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

এবার খলনায়কের ভূমিকায় জিৎ! টলিপাড়ায় আসছে নতুন নায়িকা লহমা ভট্টাচার্য! মুক্তি পাচ্ছে রাবণ

টলিউডে এবার এক নতুন ভূমিকায় নিজেকে মেলে ধরবেন অভিনেতা জিৎ। বহুদিন ধরেই বড় পর্দায় দেখা মেলেনি নায়কের।

এখন পর্যন্ত বহু ভাষায় রামায়ণ নিয়ে সিনেমা বা ধারাবাহিক তৈরি করা হয়েছে কিন্তু এবার টলিউডের নিজস্ব প্রোডাকশন আসছে। আসছে নতুন সিনেমা রাবণ। আর এই সিনেমায় মুখ্য চরিত্রে অভিনয় করছেন অভিনেতা জিৎ। এবার তিনি নায়ক না খলনায়কের ভূমিকায় রয়েছেন।

ইতিমধ্যেই জিতের ফার্স্ট লুক প্রকাশ্যে এসেছে। আর সেই লুক সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই ঝড় তুলেছে নেটিজেনদের মনে। তাই এই ছবির জন্য অপেক্ষা করে রয়েছে অনুরাগীরা। এটা তাদেরকে সুখবর দিলেন অভিনেতা জিৎ।

নায়ক নিজে নিজের সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন খুব শিগগিরই মুক্তি পেতে চলেছে রাবণ। নায়কের জন্মদিনে এসেছিল এই সিনেমার টিজার। এবার প্রকাশ হলো ছবি মুক্তির দিন। জিৎ এর পাশাপাশি অভিনয় রয়েছেন তনুশ্রী চ্যাটার্জি এবং নবাগত নায়িকা লহমা ভট্টাচার্য। লহমার এটাই প্রথম ছবি।

দশেরা অর্থাৎ রাবণ বধের দিনেই রাবণ রূপে নিজের প্রথম লুক এনেছিলেন সামনে। তা নিয়ে রীতিমতো সোশ্যাল মিডিয়ায় হইচই পড়ে যায়। সিনেমার হাত ধরি প্রথমবার আদ্যোপান্ত নিজেকে পাল্টে নিয়েছেন অভিনেতা জিৎ। একেবারে চেনা ছকের বাইরে চরিত্র। আগামী ২৯ শে এপ্রিল মুক্তি পাচ্ছে এই সিনেমা।

 

View this post on Instagram

 

A post shared by Jeet (@jeet30)

Piya Chanda

                 

You cannot copy content of this page