জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

‘এত ভালো গান গাও জানা ছিল না’,স্টেজে উঠে উ আন্টাভা গান গেয়ে ঝড় তুললেন রুকমা রয়!

বাংলা টেলিভিশনের অভিনেতা অভিনেত্রীদের মধ্যে অভিনয় ছাড়াও বিভিন্ন প্রতিভার নজির আমরা দেখতে পাই। তারা কেউ ভালো গান করেন আবার কেউবা সুদক্ষ নৃত্য শিল্পী। অনেকে যেমন ভালো আবৃত্তি করেন আবার কেউবা আঁকতে ভালোবাসেন। আর এবার ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী রুকমা রায়ের একটি লুকনো গুণের কথা প্রকাশ পেল।

সোশ্যাল মিডিয়ার অন্যতম সেনসেশন হলেন রুকমা রয়। একদিকে তার অভিনয় যেরকম সুন্দর সেই সঙ্গে তিনি দেখতে অপরুপ সুন্দরী। দেশের মাটি সিরিয়ালে নিজের অভিনয় দক্ষতার জোরে তার মাম্পি চরিত্রটি সকলের কাছে ভীষণ প্রিয় হয়ে উঠেছিল। আর এবার দেখা গেল শুধুমাত্র অভিনয় নয় গান গাইতে ও ভীষণ ভালোভাবেই পারেন রুকমা।

সম্প্রতি একটি স্টেজ শোতে তার পারফরম্যান্স তুমুল ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেই স্টেজ শোতে রুকমাকে দেখা গেল অত্যন্ত সাবলীল ভাবে পুষ্পা সিনেমার বিখ্যাত গান উ আন্টাভা গানটি গেয়ে যেতে।পিচ রঙের লম্বা গাউন এবং খোলা চুলে তাকে লাগছিল মোহময়ী।

দক্ষিণী ছবি পুষ্পা সারা ভারতে ভীষণ বিখ্যাত হয়েছে। এই ছবির বিভিন্ন গানে রিল ভিডিও বানাতে দেখা গেছে টলিউড থেকে বলিউডের অভিনেতা অভিনেত্রী দের। এইবার এই বিখ্যাত গান শোনা গেল রুকমার গলায়। রুকমা কে নিখুঁতভাবে এই গান গাইতে দেখে তার অনুরাগীরা ভীষণ অবাক হয়েছেন। রুকমার এই সুপ্ত প্রতিভার তারিফ করছেন সকলেই।

20220305 201653

Piya Chanda

                 

You cannot copy content of this page