Tollywood

কিশমিশ ট্রেলার রিলিজের দিনই দেবকে ট্যাগ করে পুরো রোম্যান্টিক মুডে রুক্মিণী! লিখলেন বিশেষ কথা

শেষমেষ মনের কথা কি তাহলে প্রকাশ করতে চলেছেন দেবের প্রেমিকা এবং অভিনেত্রী রুক্মিণী মৈত্র? সোশ্যাল মিডিয়া থেকে এমনই আভাস পাওয়া গেল। রুক্মিণী মৈত্রর নতুন সোশ্যাল মিডিয়া পোস্টে দেখা গেছে প্রেমিককে নিয়ে উত্তেজিত হয়ে পড়েছেন তিনি। ট্যাগ করেছেন দেবকে। ব্যাপারটা কী?

সোমবার রিলিজ হচ্ছে নতুন ছবির ট্রেলার। আসছে কিশমিশ। সেই উদ্দেশ্যেই দর্শকদের জন্য এটা ছিল একটা জেন্টল রিমাইন্ডার। ছবি পোস্ট করে এরকমই সেটাই মনে করিয়ে দিলেন দর্শকদের। ঠিক রাত ৮ টায় আসছে ট্রেলার(ইতিমধ্যেই তা এসেও গেছে)। দেবের সঙ্গে একটি ছবি পোস্ট করে রুক্মিণী লিখেছেন যা বলা হয়নি আজকেই বলে দেবো। আসলে লুকিয়ে বেশ লম্বা সময় ধরেই প্রেম করছেন দেব-রুক্মিণী।

K 2 1626880909903

তবে মুখ ফুটে কেউ কখনো প্রকাশ্যে তা স্বীকার করেননি। তবে সম্পর্ক নিয়ে কথা না বললেও একে অপরের ছবি মাঝে মাঝে পোস্ট করেন রুক্মিণী এবং দেব। এছাড়াও নায়িকার বাড়ির নানা অনুষ্ঠানে দেখা যায় অভিনেতাকে। সম্প্রতি একসঙ্গে মালদ্বীপ ঘুরতে গিয়েছিলেন সকলে।

কিশমিশে রয়েছে অন্য রকমের প্রেম। গল্পের নায়িকা একটু অন্য ধরনের। তার মনে হয় একসঙ্গে শুলেই কি বিয়ে করতে হবে? এদিকে নায়ক রীতিমতো নায়িকার প্রেমে হাবুডুবু খাচ্ছে। এবার গল্প কোন দিকে এগোয় সেটাই দেখার বিষয়। ঘোষণার সময় জানা গিয়েছিল দেব তিনটি চরিত্রে অভিনয় করছেন। রুক্মিণী করবেন রোহিণী চরিত্রটি।

Piya Chanda