এ বছরে দুর্গাপুজোটা একদমই আলাদা হতে চলেছে চট্টোপাধ্যায় বাড়ির জন্য। চার বছর আগে যিনি দুর্গা পুজোটা বাড়িতে শুরু করেছিলেন তিনি আজ আর এ পৃথিবীতে নেই। তাই অভিষেক চ্যাটার্জিকে ছাড়া তার স্ত্রী এবং কন্যা কিভাবে কাটাবেন এই দুর্গাপুজো।!
মাত্র ছয় মাস আগেই আকস্মিকভাবে মৃত্যু হয় বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা অভিষেক চ্যাটার্জির। মাত্র ৫৭ বছর বয়সেই অভিনেতা মৃত্যুবরণ করেন। গত ২৪ শে মার্চ ভোরের বেলা নিজের বাড়িতেই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় অভিনেতার। তাই এই আঘাতটা কাটিয়ে উঠতে সময় লাগবে স্ত্রী সংযুক্তা চট্টোপাধ্যায় এবং মেয়ে ডলের। তাই এবছরে তিনি পুজোতে থাকতেই চান না শহর কলকাতাতে।
পুজোর ঢাকের আওয়াজ, কোলাহল, জাঁকজমক এবং চারদিকে পূজো পুজো আমেজ এসব কিছু থেকে দূরে কোথাও গিয়ে এই পুজোর কটা দিন কাটাতে চান তিনি।
সম্প্রতি এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সংযুক্তা বলেন “না, এ বারে আর বাড়িতে পুজোটা করতে পারব না। অনেকে বলছেন পুজো করলে অভির ভাল লাগবে, কিন্তু আমি এ বারটা পারব না। শহর থেকে বহু দূরে কোথাও চলে যেতে চাই, যেখানে কোনও ঢাকের আওয়াজ কানে আসবে না। কোনও হুল্লোড় থাকবে না। পুজোটাকে ভুলে থাকতে চাই।”
তিনি মনস্থির করে নিয়েছেন যে এবারের পূজোতে তিনি কেরালায় চলে যাবে সঙ্গে নিয়ে যাবেন মেয়েটিকেও। তিনি আরো বলেন, “অভিকে ছাড়া পুজো ভাবতেই পারছি না। তাই শহর ছেড়ে মেয়েকে নিয়ে ভাবছি কেরলে চলে যাব। আমরা যেখানেই থাকি না কেন, জানি অভি সঙ্গে আছে। ডল এখন অনেকটা শক্ত হয়ে গিয়েছে। তবে পুরোপুরি স্বাভাবিক হয়ে উঠতে আরও একটু সময় লাগবে।”