একই অঙ্গে যে কতরকম রূপ তাঁর। তিনি মদন মিত্র। কখনও তিনি গায়ক, কখনও বং ক্রাশ, কখনও বা দাপুটে নেতা। এবার তাঁর জীবন পর্দায় উঠে আসবে।
গল্প তুলে ধরবেন পরিচালক রাজর্ষি দে।এই ছবির হাত ধরেই প্রথমবার ক্যামেরার সামনে ‘অভিনেতা’ রূপে আসবেন মদন মিত্র। এই নেতার চরিত্রে কে অভিনয় করবেন তা এখনো জানা যায়নি।এবার পরিচালক নিজেই মুখ খুললেন। রাজর্ষি জানান যে স্টেজে মুখ্যমন্ত্রী একজনকে বলছেন তিনি কালারফুল মানুষ, সেই কালারফুল হয়ে ওঠার পিছনে একটা বড় ইতিহাস আছে সেটাই ফুটে উঠবে।
তাঁর রাজনৈতিক কেরিয়ার থেকে কালারফুল জীবন সবই দেখানো হবে সিনেমায়। জল্পনা বহুদিন ধরে চলছিল এই হেভিওয়েট নেতার বায়োপিককে ঘিরে। বায়োপিকের কাজ ইতিমধ্যেই শুরু। অনেকটাই গল্প মদন মিত্র নিজে বলেছেন আর কিছুটা পুরোনো সংবাদ পত্র ঘেঁটেও সাজানো হয়েছে। কে হবেন পর্দার মদন মিত্র?
শাশ্বত চট্টোপাধ্যায়ের সঙ্গে প্রাথমিক পর্যায়ে কথা হয়েছে বলে জানালেন রাজর্ষি। মদন মিত্র নিজেও এই নিয়ে কথা বলেছেন অভিনেতার সঙ্গে। দ্বিতীয়ত পরিচালক সম্ভাব্য কিছু অভিনেতার সঙ্গে কাজ করেন আর তার বাইরে কারোর সঙ্গে কাজ করেন না। তাঁদের মধ্যে রয়েছে তনুশ্রী চক্রবর্তী, শাশ্বত চট্টোপাধ্যায়, গৌরব চক্রবর্তী, মল্লিকা বন্দ্যোপাধ্যায়।