জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

সাহেবের জন্মদিনে হাঁটু মুড়ে গোলাপ উপহার সুস্মিতার! জন্মদিনেই কি তবে সম্পর্কের ঘোষণা সাহেব–সুস্মিতা জুটির?

১৭ নভেম্বর ছিল সাহেব ভট্টাচার্যের জন্মদিন, আর দিন বদলাতেই শুরু হয় উদ্‌যাপন। মধ্যরাতের সেই মুহূর্তের ভিডিয়ো প্রকাশ্যে আসতেই ফের চর্চার কেন্দ্রে উঠে এসেছেন সাহেব এবং সুস্মিতা দে। সহ-অভিনেতার জন্মদিনে সুস্মিতা যে বিশেষভাবে শুভেচ্ছা জানাবেন, তা ছিল প্রত্যাশিত। কিন্তু যে দৃশ্য সামনে এল, তা দেখে অবাক নেটপাড়া—একগুচ্ছ লাল গোলাপ হাতে নিয়ে সাহেবের সামনে হাঁটু মুড়ে বসে পড়লেন নায়িকা!

জন্মদিনের রাতে কাছের বন্ধুদের নিয়ে হইচই, হাসি–ঠাট্টায় ভরপুর ছিল পুরো আয়োজন। ধারাবাহিকের শুটিং করতে করতেই যে সাহেব এবং সুস্মিতার বন্ধুত্ব আরও ঘনিষ্ঠ হয়েছে, সে খবর আগেই ছড়িয়েছিল। এমনকি তাঁদের আংটিবদলের গুঞ্জনও শোনা যায় কিছুদিন আগে। যদিও সুস্মিতা তা জোর গলায় অস্বীকার করেছিলেন। কিন্তু এবার জন্মদিনের সেই বিশেষ মুহূর্তে নায়িকার এমন ‘ফিল্মি’ ভঙ্গিমা দেখে দর্শকের মনে নতুন কৌতূহল জন্মেছে।

ঘনিষ্ঠ সূত্রের দাবি, রাতের পার্টিতে সবাইই ছিলেন চনমনে মেজাজে, মজার ছলেই সুস্মিতা হাঁটু মুড়ে গোলাপ তুলে দেন সাহেবকে। তার পরে সাহেবও নায়িকার সামনে বসে পড়েন। পুরো ঘটনা ছিল হালকা মেজাজের মজার মুহূর্ত। কিন্তু প্রকাশ্যে আসা ভিডিয়ো দেখে তা আর শুধু মজা মনে হয়নি অনুরাগীদের। তাঁদের প্রশ্ন—মজা যদি হয়ও, তাহলে এত বিশেষ ভঙ্গিমায় ফুল দেওয়া–নেওয়ার মানে কী?

সম্পর্ক নিয়ে বারবার প্রশ্ন তুললে সুস্মিতা সবসময়ই বলেছেন, “মানুষের নানা আলোচনা থাকে। কিন্তু আমরা এই বিষয়ে কখনও কিছু বলিনি। যার যেটা মনে হচ্ছে তিনি সে কথাই বলছেন।” কিন্তু এবার তাঁর শুভেচ্ছাবার্তা যেন আরও বাড়িয়ে দিয়েছে রহস্য। তিনি লিখেছেন— “সকলের জীবনে যেন একজন সাহেব ভট্টাচার্য থাকে।” এত গভীর কথার পর স্বাভাবিকভাবেই গুঞ্জন আরও তীব্র হয়েছে।]

তাহলে কি জন্মদিনেই নিজের অনুভূতির আভাস দিলেন নায়িকা? তাঁদের সম্পর্ক সত্যিই কি বন্ধুত্বের গণ্ডি পেরিয়ে যাচ্ছে অন্য কোনও দিকে? এখনো প্রকাশ্যে কেউই কিছু বলেননি। তবে নেটিজেনদের মতে—সবটাই সময়ের অপেক্ষা। রহস্য যে আরও বাড়ছে, তা বলাই যায়।

Piya Chanda

                 

You cannot copy content of this page