জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

‘সে এখন অন্য কারও স্ত্রী, আমার সঙ্গে এখন নাম না জড়ালেই ভালো’—শার্লির নতুন জীবনে শুভেচ্ছা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় কি পোস্ট করলেন দীর্ঘ সাত বছরের প্রাক্তন প্রেমিক মৃত্যুঞ্জয়?

সময় বদলায়, মানুষের সম্পর্কের সমীকরণও বদলায়। কারও সঙ্গে পথচলা শুরু হয় একসঙ্গে, কিন্তু শেষটা হয় ভিন্ন পথে। এই সম্পর্কগুলো শেষ হয়ে গেলেও স্মৃতি কি এত সহজে মুছে যায়? সোশ্যাল মিডিয়ার যুগে কারও বিয়ে বা সম্পর্কের খবর ছড়িয়ে পড়লে, অতীতের ছায়াগুলিও যেন মাথা তোলে। আর তখনই পুরনো প্রেম নিয়ে শুরু হয় জনতার চর্চা।

সম্প্রতি এমনই ঘটেছে অভিনেত্রী শার্লি মোদকের জীবনে। জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন তিনি, আইনি বিয়ে করেছেন অভিনেতা অভিষেকের সঙ্গে। দু’জনের বিয়ের ছবি ও ভিডিও এখন ভাইরাল। কিন্তু এই সুখবরের মাঝেও দর্শকদের কৌতূহল ছুঁয়ে গেছে তাঁর অতীত প্রেমের গল্প। অনেকেই জানতে চেয়েছেন, প্রাক্তন প্রেমিক মৃত্যুঞ্জয় ভট্টাচার্য কী বলছেন? আদৌ কি তিনি আছেন ভালো?

জানা গিয়েছে, অভিনেত্রী হওয়ার আগেই শার্লির সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন মৃত্যুঞ্জয়। দীর্ঘ সাত বছরের সম্পর্ক ছিল তাঁদের। পেশায় ইঞ্জিনিয়ার হলেও মঞ্চে অভিনয়ের সঙ্গেও যুক্ত ছিলেন তিনি। তবে বিচ্ছেদের পর একে অপরের জীবন থেকে সম্পূর্ণভাবে আলাদা হয়ে যান তাঁরা। শার্লির বিয়ের পর মৃত্যুঞ্জয় একটি ফেসবুক পোস্ট করেন, যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় জোর চর্চা শুরু হয়। অনেকেই ভাবতে শুরু করেন, শার্লির বিয়ে কি তাঁকে ভেতরে ভেতরে কষ্ট দিচ্ছে?

এই বিতর্কে এবার সরাসরি মুখ খুলেছেন মৃত্যুঞ্জয় ভট্টাচার্য। একটি স্পষ্ট বার্তায় তিনি জানান, “প্রত্যেকেরই একটা অতীত থাকে। সেটা নিয়ে কাটাছেঁড়া না করাই ভালো। ওরা নিশ্চয় বুঝেই বিয়ের সিদ্ধান্ত নিয়েছে। আমার সঙ্গে ওর নাম জড়িয়ে আর কোনও মানে হয় না। আমি ভালো আছি, অনেকেই জিজ্ঞেস করছেন আমি কেমন আছি – কেন খারাপ থাকব? এটাই তো বুঝতে পারছি না।”

সবশেষে মৃত্যুঞ্জয়ের বক্তব্য ছিল আরও পরিণত এবং শান্ত। তিনি লেখেন, “সে এখন অন্য কারও স্ত্রী। সবাইকে অনুরোধ করছি যারা ভালো থাকতে চাইছে তাদের ভালো থাকতে দিন, যেভাবেই হোক। আমায় নিয়ে ভাবার জন্য ধন্যবাদ।” এই বক্তব্যে যেন স্পষ্ট, অতীতকে সম্মান করেই ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে চান তিনি। আর বারবার প্রমাণ করেন, সম্পর্ক শেষ হলেও সম্মান থাকা উচিত। মৃতুঞ্জয়ের এই পরিণত প্রতিক্রিয়া অনেকের হৃদয় ছুঁয়ে গিয়েছে।

Piya Chanda