শিশুর মিষ্টি কাণ্ড কারো মন গলাতে বেশি সময় নেয় না। টলমল পায়ে হাঁটা, আধো আধো বুলি আর অগাধ মিষ্টি হাসি সব মিলিয়ে এক ঝলকেই হৃদয় জয় করে নিতে পারে খুদেরা। আর এমনই এক মুহূর্ত ধরা পড়ল রাজ-শুভশ্রীর ছোট্ট কন্যা ইয়ালিনির ক্ষেত্রে। দাদা ইউভানের জন্মদিন উপলক্ষে বোনের সেই ছোট্ট চেষ্টাই যেন ভরিয়ে দিল নেটিজেনদের মন।
ছোট্ট ইয়ালিনি সবে কথা বলা শিখছে। মায়ের সঙ্গে গল্প হোক বা দাদার সঙ্গে আড্ডা নিজের মতো করে অনর্গল বলতে থাকে সে। বিশেষ করে তার নাম উচ্চারণের ভঙ্গি দেখে অনেকেই হেসে খুন হন। এবার ইউভানের জন্মদিনে সেই খুদের মুখেই শোনা গেল শুভেচ্ছা। “হ্যাপি বার্থ ডে” বলার চেষ্টা করেছিল ইয়ালিনি। যদিও উচ্চারণ স্পষ্ট নয়, তবু সবার কাছে তা হয়ে উঠেছে সবচেয়ে মূল্যবান উপহার।
ভিডিওতে দেখা গিয়েছে, টলমল পায়ে হেঁটে দাদার কাছে এসে শুভেচ্ছা জানাচ্ছে ছোট্ট ইয়ালিনি। উচ্চারণ হয়তো পরিষ্কার নয়, কিন্তু ভালোবাসা যে ভাষার বাইরে—তা স্পষ্ট বোঝা গেল ভাই-বোনের মুহূর্তে। ইউভানও বোনকে বুকে জড়িয়ে নিল আদরে। সেই দৃশ্যই ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। নেটিজেনরা লিখছেন, “এত মিষ্টি দৃশ্য বহুদিন দেখিনি।”
শুক্রবারই পাঁচ বছরে পা দিল ইউভান চক্রবর্তী। জন্মের পর থেকেই সে আলোচনার কেন্দ্রে। টলিপাড়ার পাওয়ার কাপল রাজ চক্রবর্তী ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের প্রথম সন্তান বলে কথা। সেই কারণেই খুদের প্রতি সাধারণ মানুষের আগ্রহ চোখে পড়ার মতো। জন্মদিনের দিন সকাল থেকেই তাঁদের আরবানার ফ্ল্যাটে শুরু হয় ব্যস্ততা।
জানা গিয়েছে, ইউভানের প্রিয় চরিত্র ‘অ্যাভেঞ্জার্স’। তাই জন্মদিনের থিমও সাজানো হয়েছে সেই ভঙ্গিতেই। বিকেলে ছিল বিশেষ আয়োজন ছোট্ট বন্ধুদের নিয়ে পার্টি। দিনভর দাদা ইউভানের মতোই উচ্ছ্বসিত ছিল বোন ইয়ালিনিও। আর সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া সেই ভিডিও প্রমাণ করে দিল, মিষ্টি মুহূর্ত ভাগাভাগি করার জন্যই বোধহয় অপেক্ষা করে নেটপাড়া।
আরও পড়ুনঃ “যে মা নিজের মেয়ের চরিত্র নিয়ে খারাপ কথা বলে, সে আর যাই হোক ভালো মা নয়!” “এতদিন জীবনটুকু দিয়ে দিয়েছে অপুর পরিবারের জন্য আর্য, অথচ বাবার কাছে দুদিনের ডাক্তার বড় হয়েছে!”— ‘চিরদিনই তুমি যে আমার’-এর গল্পের নয়া মোড় নিয়ে ক্ষুব্ধ দর্শক!
Disclaimer: এই প্রতিবেদনে ব্যবহৃত মতামত, মন্তব্য বা বক্তব্যসমূহ সামাজিক মাধ্যমে বিভিন্ন ব্যবহারকারীর ব্যক্তিগত অভিব্যক্তি মাত্র। এটি আমাদের পোর্টালের মতামত বা অবস্থান নয়। কারও অনুভূতিতে আঘাত করা আমাদের উদ্দেশ্য নয়, এবং এতে প্রকাশিত মতামতের জন্য আমরা কোনো প্রকার দায়ভার গ্রহণ করি না।