জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

তার অপরূপ সৌন্দর্যের জন্য টলিউডের জনপ্রিয় পরিচালকের কাছে যৌ’ন হেনস্থার শিকার ‘সত্যবতী’! সোহিনী সরকারের বর্ণনা শুনলে শিউরে উঠবেন আপনিও

টলিউডের সেরা অভিনেত্রীদের মধ্যে অন্যতম সোহিনী সরকার। অভিনয়ের পাশাপাশি দর্শক ওঁর রূপের প্রেমেও পড়েন। টলিউডে সত্যবতী চরিত্রে দর্শকদের মন কেড়েছেন সোহিনী। তবে এই পর্যন্ত পৌঁছনো সহজ ছিল না তাঁর। ক্যারিয়ার শুরুর প্রথমদিকে তারকারা কু-প্রস্তাবের সম্মুখীন হন। ব্যতিক্রম ঘটেনি সোহিনী সরকারের সঙ্গেও।

অভিনেত্রীর ক্যারিয়ার শুরু ধারাবাহিক দিয়ে। সম্প্রতি এক সংবাদ মাধ্যমকে সাক্ষাৎকার দেওয়ার সময় অভিনেত্রী জানিয়েছেন তাঁর ভয়াবহ অভিজ্ঞতার কথা। ওইদিন অভিনেত্রী জানান, ‘সেদিন শুটিং সেটে সকলের সামনে ভীষণ অপমানিত হন তিনি। তারপর মেকআপ রুমে যেতেই সেই ব্যক্তি কুভাবনা নিয়ে তাকে স্পর্শ করার চেষ্টা করেন। কিন্তু আমি তা সফল হতে দিনি।’ তিনি আরও জানান, ঘটনাটি ২০০৫-২০০৬ সালের দিকে। তবে এই ঘটনা জানাজানি হতেই সহকর্মীরা তাঁকে সাহায্য করেছিলেন।

টলিউডের ‘সত্যবতী’ বলেন, সেই ব্যক্তি টলিউড থেকে এখন বিতাড়িত। সেই সময়কালে সোশ্যাল মিডিয়া এতো পপুলার ছিল না বলেই তিনি এতো সাহস পেয়েছিলেন। তবে সেদিন অভিনেত্রী টলিউডের ওই অভিযুক্ত ব্যক্তির নাম উল্লেখ করেননি।

অভিনেত্রীর এই মুহূর্তে প্রচুর অনুগামী। এই ঘটনা জানাজানি হতেই অনুগামীরা ক্ষোভে ফেটে পড়ছেন। সোহিনী সোশ্যাল মিডিয়াতেও যথেষ্ট এক্টিভ। অনুগামীদের জন্য প্রতিদিন ছবি,ভিডিও শেয়ার করেন।

Pabitra

                 

You cannot copy content of this page