জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

ঘরের মেয়ে কোয়েল মল্লিকের ছেলে কবীরের আজ ২ বছর সম্পূর্ণ হল ! সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছাবার্তার ঝড় ছোট্ট সোনাকে

ছোট্ট কবীর আজ দুই বছরে পা দিলো। লকডাউনে মা হওয়ার সুসংবাদ দিয়েছিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক। ছেলের জন্মের কয়েক দিন পরেই সপরিবারে করোনা আক্রান্ত হন কোয়েল মল্লিক যদিও সন্তান সুস্থ ছিল। কবীর আরবি শব্দের অর্থ “দ্য ক্রিয়েটর”। ছেলের ছবি খুব বেশি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন না নায়িকা। বাস্তবেই কোয়েল নিজের ব্যক্তিগত জীবনেও রাখঢাক রাখতেই ভালোবাসেন।

গত বছর যখন তার ছেলের এক বছর পূর্ণ হয় তখন কোন জন্মদিনের পার্টি করেননি কোয়েল তার কারণ হিসেবে জানিয়েছিলেন যে সেই সময়ে করোনা পরিস্থিতি যেভাবে বাড়ছিল তাতে ভীত ছিলেন তিনিও মা হিসেবে। তবে উইশ পোস্টে ভরে গিয়েছে নায়িকার সোশ্যাল মিডিয়া প্রোফাইল। মিষ্টি কবীর যেন সুস্থ থাকে, ভালো থাকে সেই কামনায় করেছে ছোট থেকে বড় সকলেই। এই বছর তাঁর জন্মদিনটা কীরকম ভাবে সেলিব্রেট করা হবে বা হচ্ছে সেটা কেউই জানে না।

তবে মল্লিক বাড়িতে নাতির জন্যে কেক, পায়েস থাকবেই নিশ্চয়। এখনও ছেলেকে নিয়ে কোনো পোস্ট করেননি কোয়েল নিজে। তবে ভক্তরা ছোট্ট কবীরের আজকের লুক দেখতে মুখিয়ে রয়েছে।

সোশ্যাল মিডিয়ায় কোয়েল খুব সক্রিয় না হলেও তিনি যাই পোস্ট করেন ভালো লাগে সবার। সম্প্রতি রাস্তার লস্যি খেয়ে ভাইরাল হয়েছেন তিনি। এই ছবিটি খুব ভাইরাল হয়েছিল। সকলে সুনাম করছে তাঁর সাধারণ জীবযাপনের।

Piya Chanda

                 

You cannot copy content of this page