চলে এসেছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা। সারা বছর অপেক্ষা করার পর এই পাঁচটি দিনে বাঙালি তার নিজের মানুষদের সাথে ঘোরাঘুরি খাওয়া দাওয়া এবং মজা আনন্দে কাটিয়ে দেয়। সকল চিন্তা দূরে সরিয়ে রেখে বাঙালি মেতে ওঠে দেবী দুর্গার আরাধনায়। সেভাবেই এ বছর পূজোর শুরু থেকেই দেখা যাচ্ছে একাধিক টলিউডের বড় বড় অভিনেতা অভিনেত্রীরা জুটিতে অথবা তাদের সন্তানদের সাথে পূজা মন্ডপে ঘুরে বেড়াচ্ছেন। এরই মধ্যে রাজ-শুভশ্রী যশ নুসরাত সবাইকে দেখা গেছে বিভিন্ন পূজা মন্ডপে দেবীর আরাধনায় মজতে।
এবার সেই তালিকায় নাম লেখালেন টলিউডের আরেক অভিনেত্রী সোনালী চৌধুরী। টেলিভিশনে বহু বছর ধরে নিজের অভিনয় গুনে দর্শকে মুগ্ধ করেছেন তিনি। বহু জনপ্রিয় ধারাবাহিকে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে দেখা গেছে তাকে। সম্প্রতি জি বাংলার বোধিসত্ত্বের বোধবুদ্ধিতে বোধির মায়ের চরিত্র। অভিনেতা বিশ্বনাথ বসুর বিপরীতে অভিনয় করছেন সোনালী। কিছুদিনের মধ্যেই তার অভিনয় এই ধারাবাহিকে দর্শকের মন জিতে নিয়েছে।
View this post on Instagram
প্রসঙ্গত অভিনেত্রী কিছুদিন আগে এক সংবাদ মাধ্যমিকে সাক্ষাৎকারে বলে তিনি এবারের পুজোটা কাটাবেন তার ছোট ছেলেকে ঘিরেই। মণ্ডপে মন্ডপে তাকে নিয়ে ঠাকুর দেখবেন। প্রসঙ্গত কিছুদিন আগেই অভিনেত্রীর ছেলে হয়েছে। সেই ছোট্ট এক রত্তির বয়স এক বছর চার মাস। অভিনেত্রী কথায় গত বছর অতি মারির কারণে ছেলেকে নিয়ে হেসেভাবে ঠাকুর দেখাতে না পারলেও এ বছর তিনি তাকে নিয়েই মন্ডপে ঘুরবেন।
View this post on Instagram
এ প্রসঙ্গে তিনি বলেছেন, “গত বছর কোভিডের দ্বিতীয় ঢেউয়ে ছেলেকে নিয়ে ঠাকুর দেখা ঠিক বলে মনে করিনি, কারণ তখন ছোটদের সংক্রমণের সম্ভাবনা বেশি ছিল।”তাঁর কথায়,“আমি চাই আমার ছেলেও পূজোর ছোটখাটো বিষয়গুলি দেখে বড় হোক।” প্রসঙ্গত অভিনেত্রীর বাবার বাড়িতে প্রতিবছরই সাবেকি ধাঁচে বড় করে দুর্গাপুজো করা হয়। সেই পুজোতেই সারাক্ষণ দেখা যায় অভিনেত্রী সোনালী চৌধুরীকে ।
View this post on Instagram