আগামী ২৪ ফেব্রুয়ারি ২৪ বছরে পা দিতে চলেছেন জনপ্রিয় টলিউড অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডু। তবে তার আগে অনুরাগীদের সঙ্গে এক আবেগঘন মুহূর্ত ভাগ করে নিলেন তিনি। সম্প্রতি তাঁর প্রি-বার্থডে সেলিব্রেশন অনুষ্ঠিত হয়, যেখানে উপস্থিত ছিলেন শুধুমাত্র তাঁর অনুরাগীরা। কোনও সেলিব্রিটি অতিথি বা ইন্ডাস্ট্রির পরিচিত মুখ সেখানে দেখা যায়নি। অনুরাগীদের ভালোবাসায় ভরা এই বিশেষ অনুষ্ঠানের একাধিক ছবি ও ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
এই অনুষ্ঠানের এক বিশেষ মুহূর্ত ছিল যখন এক বৃদ্ধা অনুরাগী সেখানে উপস্থিত হন। টলি অনলাইনের প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, সৌমিতৃষা তাঁকে দেখে সঙ্গে সঙ্গে জানতে চান তাঁর শারীরিক অবস্থা সম্পর্কে। পাশে দাঁড়িয়ে থাকা অন্যান্য অনুরাগীরা জানান, ওই বৃদ্ধা মাত্র ছয় দিন আগেই হাসপাতালে ছিলেন, কিন্তু শুধুমাত্র অভিনেত্রীকে শুভেচ্ছা জানানোর জন্যই তিনি অনুষ্ঠানে এসেছেন। এটা শুনে চমকে ওঠেন সৌমিতৃষা এবং আবেগপ্রবণ হয়ে পড়েন। বৃদ্ধা যখন তাঁকে একটি ব্রেসলেট উপহার দেন, তখন তিনি শ্রদ্ধায় তাঁর পায়ে হাত দিয়ে প্রণাম করেন এবং সস্নেহে চুমু খান। সেই সঙ্গে তিনি সতর্কও করেন, ভবিষ্যতে যেন তিনি কোনও উপহার না আনেন, শুধু আশীর্বাদই যেন দেন।
নিজের এই বিশেষ মুহূর্তের কোলাজ ভিডিও শেয়ার করেছেন সৌমিতৃষা নিজেও। সেখানে তিনি বলেন, “এত মেল আর মেসেজ পেয়েছি যে ভাবলাম এই ফ্যান মিটটা করি।” অভিনেত্রীর এই সিদ্ধান্তে উচ্ছ্বসিত অনুরাগীরা একসঙ্গে বলে ওঠেন, “প্রতি বছর এটা চাই!” সৌমিতৃষার জনপ্রিয়তা আজও আগের মতোই রয়ে গেছে, সেই প্রমাণ আরও একবার মিলেছে এই সেলিব্রেশনের মাধ্যমে। অনুষ্ঠানে তাঁকে ফুলের মুকুট পরিয়ে সম্মান জানানো হয়। কৃষ্ণপ্রেমী অভিনেত্রীকে এক অনুরাগী বাঁশি উপহার দেন, যা পেয়ে তিনি আনন্দিত হন। একাধিক কেক এনে তাঁর জন্মদিন উদযাপনের মুহূর্তকে আরও স্মরণীয় করে তোলা হয়।
সেলিব্রেশনের সময় সৌমিতৃষা অনুরাগীদের সঙ্গে কেক কাটেন এবং নিজে হাতে তাঁদের খাইয়ে দেন। লাল রঙের ড্রেসে সজ্জিত অভিনেত্রীকে দেখে মুগ্ধ হয়েছেন ভক্তরা। তাঁদের ভালোবাসার প্রতিদান দিতে সৌমিতৃষাও অনুষ্ঠানে দারুণ সময় কাটান, সবার সঙ্গে কথা বলেন এবং তাঁদের অনুভূতিগুলোকে গুরুত্ব দেন। এই ঘনিষ্ঠ মুহূর্তগুলো প্রমাণ করে যে তাঁর প্রতি অনুরাগীদের আবেগ এখনো অটুট রয়েছে।
আরও পড়ুনঃ জোনাকিকে মিঠাই বানানোর আপ্রাণ প্রচেষ্টা জি’র! রাই নয় বাপ-মাহারা জোনাকি হল সেরা মেয়ে
টেলিভিশনের জনপ্রিয় ধারাবাহিক মিঠাই অভিনেত্রী সৌমিতৃষার ক্যারিয়ারে একটি গুরুত্বপূর্ণ মোড় ছিল। এই চরিত্রের মাধ্যমে তিনি বাংলার ঘরে ঘরে পরিচিত হয়ে ওঠেন এবং দর্শকদের মনে স্থায়ী ছাপ ফেলেন। মিঠাই-খ্যাতির পর, তিনি দেবের সঙ্গে প্রধান ছবিতে অভিনয় করে বড় পর্দায় আত্মপ্রকাশ করেন। এরপর কালরাত্রি, ১০ জুন সহ একাধিক সিনেমা ও সিরিজে অভিনয় করেছেন তিনি। ক্রমশ নতুন নতুন প্রজেক্টে নিজেকে ব্যস্ত রাখছেন এই প্রতিভাবান অভিনেত্রী। তাঁর জনপ্রিয়তা যেমন টিভিতে ছিল, তেমনই সিনেমার পর্দাতেও দর্শকদের ভালোবাসা অর্জন করতে সফল হয়েছেন তিনি।