জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

গার্লফ্রেন্ড নেই, তাই দুঃখ! সম্রাটের উদ্দেশ্যে সৌরভ কী বললেন?

শনিবার দাদাগিরি শোয়ে ছোট প্রতিযোগীদের নিয়ে ছিল এক মজার পর্ব। এমনিতেই এই শোয়ের গুণগ্রাহীর অভাব নেই, তার উপর কচি কচি ছেলে মেয়েরা এলে জমে যায় শো। আর তাদের সঙ্গে ঠাট্টা করতেও ছাড়েন না সৌরভ। হাসি মজা আর সঙ্গে খেলায় মেতে ওঠে সকলে। এক প্রতিযোগী সম্রাটকে দেখা গেলো মনের কষ্ট শেয়ার করতে দাদার সঙ্গে।

প্রথমেই সে বলে যে সে স্কুলে কী কী কাণ্ড করে। আবার সে নাকি একটু গান করতে ভালোবাসে আর এই নিয়ে তার শিক্ষিকা আবার বাবা মার কাছে নালিশ করে ফেলেছে। এরপরেই সৌরভের অনুরোধে গান গায় সম্রাট। সেই বিশেষ গান শেষ হতেই মজা করে দাদা জিজ্ঞেস করে বসে গানটি সে কার জন্যে গাইলো?

ছেলেটি লজ্জিত ভঙ্গিমায় বলে দেয় গার্লফ্রেন্ডের জন্যে গেয়েছে সে। এতে হাসিতে ফেটে পড়ে মঞ্চের চারপাশ। আবার দাদা জানতে চায় মেয়েটি কোথায় থাকে? সঙ্গে সঙ্গে সম্রাটের উত্তর ক্যান্টনমেন্ট।

এই নিয়ে আবার সম্রাটের এক কষ্ট আছে। সে যাকে পছন্দ সে আবার তার এক বন্ধুকে পছন্দ করে।মেয়েটি দুজনের বুদ্ধির পরীক্ষা করতে জিজ্ঞেস করে কোন টেবিল খাওয়া যায়? সৌরভ উত্তর দেন ভেজিটেবিল চপ।

কিন্তু ছেলেটি বলে সে এই উত্তর এখন জানলেও তখন জানত না। মেয়েটি আবার কাউকেই পছন্দ করেনি। তার সম্রাটের কোনো গার্লফ্রেন্ড নেই এখন।

Piya Chanda

                 

You cannot copy content of this page