জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

Sourav Ganguly: গাঙ্গুলী বাড়িতে শুরু হল দুর্গাপুজো, বোধনে জমিয়ে ঢাকের তালে নাচলেন সৌরভ গাঙ্গুলী! কিন্তু এখনো খোঁচা খোঁচা দাড়ি কেন দাদার? চিন্তা করছেন নেটিজেনরা

চলে এসেছে দুর্গা পূজা। ষষ্ঠীর দিনেই পুরো পুজোর আনন্দে মানুষ ভেসে যাচ্ছে। আর সন্ধ্যাবেলা বৃষ্টিতে ভিজে গেছে গোটা কলকাতা। তবুও মানুষের আনন্দের কমতি নেই‌। মানুষ বৃষ্টি কমতেই আবার বেরিয়ে পড়েছে ঠাকুর দেখতে।

কিছুক্ষণ আগেই সৌরভ গাঙ্গুলী একটি ভিডিও দিয়েছেন যেটি ভাইরাল। ক্যাপশনে লিখেছেন বাড়িতে দুর্গাপুজো, পেছনের জমিয়ে ঢাক বাজছে আর দাদা সেলফি ভিডিও করছে। যেটা দেখেই মনে হচ্ছে এবার কলকাতা যেন পুজো এসেই গেল। অনেকেই ভাবছেন তাহলে কি এবার গাঙ্গুলী বাড়িতে দুর্গাপূজা শুরু হল?

আসলে না এটা সৌরভের পাড়ার পুজো কিন্তু এমন ভাবে তারা ছোটবেলা থেকে এই পুজোর সঙ্গে জড়িত যে মনে হবে যেন তাদের বাড়ির পুজো এটা। এই পুজো প্যান্ডেলে ই প্রত্যেকবার দাদাকে ঢাক বাজাতে দেখা যায় এবং বিসর্জনের ভাসান নাচ।

তবে দাদার মুখ দেখে এখন চিন্তায় রয়েছেন সকলে। কারণ সেই খোঁচা খোঁচা দাড়ি রয়ে গেছে তার। সকলে ভাববেন যে পুজো এসে গেছে তাও কেন সৌরভকে এরকম লাগছে। আসলে একটি বিজ্ঞাপনে শুটের জন্য তিনি দাড়ি রাখছেন।

Nira

                 

You cannot copy content of this page