জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

Pihu-Omi: কী দিনকাল এল! মিঠাইয়ের চরম শত্রু ওমি আগরওয়ালের সঙ্গে নাকি নাচানাচি করবে পিহু রানী, মিঠাই তো হাঁ, আপনার কী অবস্থা?

ছোট পর্দার অভিনেত্রী সৃজলা গুহকে চেনে না এমন দর্শক নেই। বর্তমানে বাংলা টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী হলেন সৃজলা গুহ। যাকে স্টার জলসা আর “মন ফাগুন” ধারাবাহিক থেকে দর্শক চিনেছিল। “মন ফাগুনে” ঋষিরাজ এবং পিহুর জুটি দর্শক খুবই পছন্দ করেছিল। এই ধারাবাহিকে অভিনেতা শন ব্যানার্জি বিপরীতে অভিনয় করেন সৃজলা।

বেশ কয়েক সপ্তাহ হয়েছে এই ধারাবাহিকটি শেষ হয়েছে। তার মধ্যে অন্য এক নায়কের সঙ্গে জুটি বেঁধে কাজ করতে চলেছেন সৃজলা। প্রসঙ্গত মন ফাগুন শেষ হওয়ার পর তাকে আবার শন ব্যানার্জির সঙ্গে জুটি বেঁধে অভিনয় করতে দেখা গেছিল। স্টার জলসা এবং জনপ্রিয় বস্ত্র কোম্পানি ট্রেন্ডসের একটি যৌথ বিজ্ঞাপনে অভিনয় করতে দেখা যায়। সেই বিজ্ঞাপনে টলিউডের জনপ্রিয় অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় এর সঙ্গে বলিউড অভিনেত্রী মৌনী রায়ও ছিলেন।

তারপরে সম্প্রতি সৃজলা তার লেখা একটি বই প্রকাশ করেছেন। সেই নিয়ে এক সংবাদমাধ্যমকে তিনি বলেন যে, তার প্রথম বই নিয়ে তিনি আশাবাদী। ছোট থেকেই তার লেখালেখি করতে ভালো লাগতো আর তাই জন্যেই তিনি এই প্রচেষ্টা করলেন। তার লেখা বইয়ের নাম “ফরেভার জানুয়ারি”।

তবে এবার শোনা যাচ্ছে যে অভিনেতা জন ভট্টাচার্যের সঙ্গে অভিনেত্রী সৃজলা গুহ জুটি বেঁধে একটি মিউজিক ভিডিওতে কাজ করতে চলেছেন।এসভিএফের নতুন মিউজিক ভিডিয়োয় দর্শক দেখতে পাবেন জন এবং সৃজলাকে। ২০ সেপ্টেম্বর হওয়ার কথা শ্যুটিং। এই বিষয়ে অভিনেত্রী কিছুই বলেননি সংবাদ মাধ্যমকে।এবার শুধু দেখার যে শন এবং সৃজলার জুটিকে যেভাবে পছন্দ করেছিল দর্শকরা। ঠিক সেইভাবেই এই নতুন জুটি একসাথে দর্শকের মন জয় করতে পারে।

Nira

                 

You cannot copy content of this page