জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

‘রোশনাই’ এর ‘মিষ্টু’ ওরফে অদিতির নতুন ইনিংস! পার্শ্ব চরিত্র থেকে নায়িকা – স্বপ্নপূরণের পথে অদিতি! নতুন ওয়েব সিরিজে প্রথমবার মুখ্য চরিত্রে!

তিনি বাংলা টেলিভিশন (Bengali Television) এর অন্যতম একটি পরিচিত মুখ। জনপ্রিয় এই অভিনেত্রীর অভিনয় জগতের পথচলা শুরু হয়েছিল ধারাবাহিক (TV Serial) দিয়ে। নিজেকে শুধু ধারাবাহিকের গন্ডীতেই আটকে রাখেননি তিনি, ওয়েবের দুনিয়াতেও পা রেখেছেন । তবে এবার তিনি মুখ্য ভূমিকায়। হ্যাঁ, কথা বলছি অভিনেত্রী ‘অদিতি ঘোষ’ (Aditi Ghosh) এর। আমাদের প্রতিনিধি তিথি চক্রবর্তীকে নিজের আগামী পথ চলার কথা জানালেন তিনি।

স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘রোশনাই’ (Roshnai), ধারাবাহিক প্রেমীদের কাছে এক সুপরিচিত নাম। ধারাবাহিকের প্রতিটি চরিত্রই যেন দর্শকের কাছে নিজের ঘরের সদস্যের মতো। একাধারে যেমন আরণ্যক (Sean Banerjee) বা রোশনাকে (Tiyasha Lepcha) নিয়ে দর্শকরা উত্তেজিত থাকেন তেমনি আরেকটি চরিত্র তাদের বেশ মন ধরেছে। রোশনাই কি অপদস্ত করা থেকে শুরু করে গরীমার প্রিয় সঙ্গী — মিষ্টু (Mishtu) ওরফে অদিতি ঘোষ। রোশনাই ধারাবাহিকে অদিতির অভিনয়ই মূলত তাকে বাংলা ধারাবাহিক প্রেমীদের মনে নিজের জায়গা গড়ে তুলতে অনেকাংশে সাহায্য করেছে।

এখন এক ডাকে সবাই অদিতিকে আরণ্যকের বোন ‘মিষ্টু’ বলেই চেনে। এই ধারাবাহিকে অদিতির অভিনয় যে সত্যিই সবার নজর কেড়েছে, তা আর বলার অপেক্ষা রাখে না। পার্শ্ব চরিত্রের অভিনয় করেও তিনি মুখ্য চরিত্রদের মতই সমান জনপ্রিয়তা পেয়েছেন। এর আগে অভিনেত্রী ছোট বড় কয়েকটি ধারাবাহিকে ও ওয়েব সিরিজে পার্শ্ব চরিত্র এবং সেকেন্ড লিডে অভিনয় করলেও মুখ্য চরিত্রে অভিনয় করার, নায়িকা হওয়ার স্বপ্ন থেকেই গেছে।

অভিনেত্রীর কথায় সেই আক্ষেপ ফুটে উঠলেও নিমেষেই মিলিয়ে যায় তার পরবর্তী কথায়। তিনি জানান নতুন বছরের শুরুতেই স্বপ্ন পূরণের দিকে একধাপ এগিয়ে গিয়েছেন তিনি। অদিতি জানালেন, আসন্ন একটি ওয়েব সিরিজে তিনি প্রথমবার মুখ্য চরিত্রে অভিনয় করছেন। পাশাপাশি তার নায়ক হচ্ছেন টলিপাড়ার একদম নতুন মুখ– দেব মুখার্জি (Dev Mukharjee)। ওয়েব সিরিজটির ডিরেকশনের দায়িত্বে অর্পণ বসাক (Arpan Basak)। এছাড়াও থাকছেন ফুলকি ধারাবাহিকের দেবমাল্য গুপ্ত (Debmalya Gupta)।

বিশেষ চমক হিসেবে থাকছেন নিম ফুলের মধু আর পরিণীতা খ্যাত ‘সুব্রত গুহ রায়’ (Subrata Guha Roy)। ওয়েব সিরিজটির নাম ‘পাশে আছি’ (Pashe Acchi), ওয়েব সিরিজটি মূলত পাঁচটি পর্বের হতে চলেছে। সিরিজের পটভূমি হিসাবে দেখানো হবে গল্পের পুরুষ চরিত্র দের মধ্যে অপরিসীম বন্ধুত্ব এবং সেখানে এক নারীর আগমনে গড়ে ওঠা এক প্রেম কাহিনী। এছাড়াও রহস্য রোমাঞ্চ পড়তে পড়তে রয়েছে ওয়েব সিরিজটির। পাঁচটি পর্বের মধ্যে তিনটি পর্বের শুটিং ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। বাকি দুটি পর্বের শুটিং মে মাসে সম্পূর্ণ হওয়ার সম্ভাবনার কথা জানিয়েছেন অভিনেত্রী।

ওয়েব সিরিজের টিজার খুব সম্ভবত মে মাসের শেষের দিকে বা জুন মাসে আসতে চলেছে, টিজার আসার আগে, রিলিজ এর সম্ভাব্য তারিখ অথবা প্লাটফর্ম সম্পর্কে অভিনেত্রী গোপনীয়তা রাখতে চেয়েছেন। তবে গল্পের পটভূমি এবং অভিনেতা-অভিনেত্রীদের সমাগম থেকে বোঝাই যাচ্ছে একেবারে ভিন্ন স্বাদের ওয়েব সিরিজ হতে চলেছে এটি। অদিতির একটি মুখ্য চরিত্রের প্রথম অভিনয় তাই তিনি এই সিরিজটি নিয়ে বেশ আশাবাদী। অদিতির চরিত্রের নাম কি অথবা অভিনয় কতটা নজর কাড়বে, সেটা টিজার প্রকাশ্যে এলেই জানা যাবে।

Piya Chanda