জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

এক বছরের মধ্যেই হারিয়েছেন স্বামী, বাবা-শ্বশুরকে! বিধ্বস্ত জীবনে কাজ ছেড়েছিলন!মেয়ের কথায় আবার কাজে ফিরছেন সুভদ্রা মুখোপাধ্যায়!

এক বছর ধরে অভিনেত্রী সুভদ্রা মুখোপাধ্যায় ক্যামেরার সামনে ছিলেন না। নিত্যসঙ্গী স্বামী ফিরোজের আকস্মিক মৃত্যু তাঁর জীবনে এক গভীর শূন্যতার সৃষ্টি করেছিল। সেদিন থেকে জীবন যেন সাদা-কালো হয়ে গেছে। বহু অনুরাগী তাঁর মুখ দেখার অপেক্ষায় থাকলেও, নিজেকে সবকিছু থেকে আলাদা রেখেছিলেন সুভদ্রা।

আবারও ছোটপর্দায় দেখা যাবে তাঁকে ‘আমাদের দাদামণি’ ধারাবাহিকে। সুভদ্রা নিজেই জানিয়েছেন, “এই এক বছরের মধ্যে কিছুতেই মন ভাল ছিল না। মেয়েই আমাকে বলেছিল, ‘মা, তুমি আবার কাজে ফিরো, এতে তোমার ভাল লাগবে।’ তাই আমি ফিরছি। তবে এই প্রথম কাজের জন্য ছবি তুলেও কাউকে পাঠাইনি।” মেয়ের প্রেরণা আর অনুরাগীদের অপেক্ষা—দুটোর সমন্বয়েই ছোটপর্দায় ফেরার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

ধারাবাহিকের নতুন চরিত্র নিয়ে এখনও বিশদ কিছু জানাতে রাজি নন সুভদ্রা। তিনি শুধু বললেন, “নিন্নি চিন্নিজ় মামাজ় প্রযোজনা সংস্থার সঙ্গে কাজ করছি। দুই মেয়ে খুব মিষ্টি, বড়দের সম্মান করতে জানে। তাঁদের ভালোবাসা আমাকে আবার ফিরতে সাহায্য করেছে।” এই চরিত্রের মধ্য দিয়ে তাঁকে নতুনভাবে দেখা যাবে, যা দর্শকদের জন্য নতুন অভিজ্ঞতা হবে।

সুভদ্রা ব্যক্তিগত জীবনের কথাও ভাগ করেছেন। ৩০ সেপ্টেম্বর স্বামী ফিরোজ়ের প্রথম মৃত্যুবার্ষিকী। তাঁর ইচ্ছে অনুযায়ী, এই দিনে কিছু দরিদ্র ও অনাথ শিশুর জন্য সাহায্য করা হবে। “হায়দরাবাদ, বর্ধমান, কলকাতা, মুম্বই—সব জায়গায় একসাথে যাওয়া সম্ভব নয়। আপাতত কলকাতার বাইরে বর্ধমানে যাওয়ার পরিকল্পনা রয়েছে।” স্বামীর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

নতুন কাজের সঙ্গে মানসিকভাবে মানিয়ে নেওয়াটা সহজ নয়। তবুও মেয়ের সাহস আর অনুরাগীদের অপেক্ষা সুভদ্রাকে আবার অভিনয়ে ফিরতে প্রেরণা দিয়েছে। এভাবে এক বছরের বিরতির পর আবার ছোটপর্দায় দেখা যাবে সুভদ্রা মুখোপাধ্যায়কে, যার প্রতি দর্শকদের উচ্ছ্বাস ও আগ্রহ আগের চেয়ে দ্বিগুণ হবে। তাঁর অনুরাগীরা নিশ্চয়ই দীর্ঘ প্রতীক্ষার পর এই নতুন অধ্যায়ের সাক্ষী হতে প্রস্তুত।

Piya Chanda