জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

Actress Marriage Trolled: শেষ অবধি ফুলশয্যার ভিডিও লোককে দেখাতে হচ্ছে? “সব নাম কামানোর ধান্দা, জনপ্রিয়তার জন্য ব্যক্তিগত থাকলো না কিছুই”! ভাইরাল জনপ্রিয় নায়িকার অন্তরঙ্গ মুহূর্ত

শীত মাত্রই বিয়ের মরশুম। কিন্তু এখন শীত গিয়ে বসন্ত আসার দিন চলে আসছে। কিন্তু তাতে কী! বর্কনগ সেই বসন্তের ছোঁয়া যেন গোটা টলিউডে লেগেছে।

একের পর এক চার হাত এক হচ্ছে টলিউডের। সম্প্রতি নিজের ১৪ বছরের সম্পর্ককে বিয়ের পরিণতি দিয়েছেন ত্রিশূল ধারাবাহিকের নায়িকা সুদীপ্তা। তাঁর বর হচ্ছেন স্বর্ণশেখর জোয়ারদার।

১৪ বছরের একটি দীর্ঘ সম্পর্ক বিয়ের পরিণতি পাওয়া মুখের কথা নয়। অনেক ধৈর্য ও ওঠাপড়ার মধ্যে দিয়ে নিশ্চই তাঁদের যেতে হয়েছে। তাই বিয়েতেতো ফাটিয়ে ঢাক বাজাবেনই।

নিজেই তাঁর অনুরাগীদের সঙ্গে বিয়ের সবরকম ছবি শেয়ার করে নিয়েছেন। তাতে বেশ শোরগোল পড়ে গিয়েছে নেট পাড়ায়। কিন্তু তাবলে ফুলসজ্জার ভিডিও!

হ্যাঁ ঠিকই পড়েছেন। ভিডিওতে দেখা যাচ্ছে ফুল দিয়ে সাজানো একটি খাট। সেখানে নিজের বরের হাত ধরে ঢুকছেন ও তারপর একে অপরকে জড়িয়ে ধরছেন। এরপরই আর ভিডিওটি শেষ হয়ে যায়।

Ratna Adhikary

                 

You cannot copy content of this page