নতুন বছরের শুরুতেই বাংলা সিনেমাপ্রেমীদের জন্য একটি বিশেষ উপহার নিয়ে হাজির হচ্ছে প্রযোজনা সংস্থা উইন্ডোজ। ২৩ জানুয়ারি মুক্তি পেয়েছে অরিত্র মুখোপাধ্যায় পরিচালিত ছবি ‘ভানুপ্রিয়া ভূতের হোটেল’ (Bhanupriya Bhooter Hotel)। গল্পে রহস্যের ছোঁয়া থাকলেও, দর্শকরা এখনই মুখিয়ে রয়েছেন ছবির মূল চরিত্র মালিনীকে দেখার জন্য। মালিনী কি প্রকৃত ভূত নাকি একজন মানুষের আড়ালে লুকানো রহস্য।
চলচ্চিত্রে মালিনী চরিত্রে অভিনয় করছেন স্বস্তিকা দত্ত (Swastika Dutta)। স্বস্তিকা ইতিমধ্যেই বাংলা বিনোদন জগতে নিজের বিশেষ জায়গা করে নিয়েছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, “অরিত্রর সঙ্গে ‘ফাটাফাটি’-র পর আবারও কাজ করার সুযোগ পেয়ে খুশি। চরিত্রটা কেমন, সেটা আগেই জানার চেষ্টা করি নি। কারণ উইন্ডোজ প্রযোজনা সংস্থা কারও ট্যালেন্ট বা ইমেজ নষ্ট হতে দেয় না।” তিনি আরও জানান, “ফাটাফাটি’র বিকি সেনের থেকে মালিনীকে আলাদা করে দেখাতে পারাটা একটি চ্যালেঞ্জ।”
স্বস্তিকার অভিনয় জীবন বেশ বৈচিত্র্যময়। ২০১৫ সালে ‘পারব না আমি ছাড়াতে তোকে’ দিয়ে তিনি বড় পর্দায় পা রাখেন। এরপর ‘হরিপদ ব্যান্ডওয়ালা’, ‘অভিমান’, ‘ফাটাফাটি’-র মতো ছবি, এছাড়াও ‘ভজগোবিন্দ’, ‘বিজয়িনী’, ‘কী করে বলব তোমায়’, ‘তোমার খোলা হাওয়া’ ধারাবাহিক এবং ‘উত্তরণ’, ‘আনন্দ আশ্রম’, ‘জনি বনি’ সিরিজে অভিনয় করে দর্শকের মন জয় করেছেন। বর্তমানে তিনি ‘প্রফেসর বিদ্যা ব্যানার্জি’ ধারাবাহিকেও দেখা যাচ্ছেন।
নিজের ব্যক্তিগত জীবনের কথা জানাতে গিয়ে স্বস্তিকা বলেন, “আমি এখন খুব ব্যস্ত। বিয়ে করার জন্য যথেষ্ট সময় পাওয়া দরকার। কাজের সঙ্গে বিয়ে মেলানো সম্ভব নয়। তাই যখন সময় পাব, তখনই বিবাহ করব।” অর্থাৎ এর থেকেই বোঝা যায় অভিনেত্রী এখন সম্পূর্ণরূপে কাজের উপরই ফোকাস করছেন।
আরও পড়ুনঃ প্রজাপতি হাতছাড়া, এবার কি দেবের টনিক ২ বদলে দেবে অঙ্কিতার ভাগ্য?
সর্বশেষে মিমি চক্রবর্তীর প্রসঙ্গে স্বস্তিকা বলেন, “আমি মিমি চক্রবর্তীর বড় ফ্যান। রক্তবীজ টু-তে তার বিকিনি স্যুট দেখে মনে হয়েছিল, যদি আমি ছেলে হতাম, অবশ্যই তাকে প্রপোজ করতাম। তার স্টাইল ও প্রিন্সিপাল আমাকে অনেক কিছু শেখায়। আমি মাঝে মাঝে মিমির থেকে কিছু কপি করি, কারণ ভালো জিনিস দেখে শেখার মতো বিষয় থাকে।”
