জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

Swastika Mukherjee: বিশ্বকাপে আর্জেন্টিনা জিতলে তৃণমূল…ভক্তের ওপেন চ্যালেঞ্জ স্বস্তিকাকে! মাথা পেতে নিলেন বড় দাবি

এখন সারা বিশ্ব ফুটবল জ্বরে আক্রান্ত। সেই সঙ্গে বাঙালিরাও এখন ফুটবল নিয়ে মেতে রয়েছে। প্রসঙ্গত ব্রাজিল এবং পর্তুগাল বিশ্বকাপ থেকে বিদায় নিলেও এখনো অর্ধেক বাঙালির মন আটকে আছে আর্জেন্টিনায়। সেমিফাইনালে মেসির দলের জেতার আশায় বুক বাঁধছে প্রচুর লোক। সেই দলে কিন্তু তারকারাও পরছে। ফেসবুকে এই নিয়ে লম্বা লম্বা পোস্ট করে ফেলেছেন অনেকেই। তার মধ্যে অন্যতম হলো অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়।

Swastika Mukherjee is looking for a groom - CineBuzz Times

স্বস্তিকা ফেসবুকে লিখলেন, ‘পরের ম্যাচটা দেখতে পারব না। আপনাদের আর ইশ্বরকে বলে গেলাম, দেখবেন যাতে যেভাবেই হয় জেতে। জিততেই হবে। দুটো শোক বাঙালি নিতে পারে না। আজকে বাবা থাকলে আমার বাড়ির ছাদ উড়ে যেত। পিঠের চামড়াটাও যেত, কারণ আমার দোষেই যা হওয়ার হয়েছে। সুতারং বাঙালির ভালোবাসা, আমাদের সবার বাবারা, এবং আর্জেন্তিনা, নিশ্চিত করো যাতে আমরা জিততে পারি।’

টলিউড নায়িকার এই পোস্ট ভারি মনে ধরেছে আর্জেন্তিনা সমর্থকদের। তাঁরাও অভিনেত্রীর সঙ্গে প্রার্থনায় যোগ দিয়েছেন মেসির দলের ফাইনালে ওঠা নিয়ে। একজন কমেন্টে লিখেছেন, ‘মেসি বাহিনীর উল্লাসের বহরে, আশা রাখি ভোর হবে নীল সাদার শহরে।’

<p><i>স্বস্তিকার ফেসবুক পোস্ট।</i></p>

তবে এক ভক্ত আবার মজার ছলেই চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন স্বস্তিকার দিকে। লিখেছেন, ‘আর্জেন্তিনা জিতলে আপনাকে নীল-সাদা শাড়িতে দেখতে চাই’। সঙ্গে একটা চোখমারা ইমোজি। আর জবাবে অভিনেত্রী লিখলেন, ‘ডান। প্রমিস করলাম। হয়ে যাক।’

Nira

                 

You cannot copy content of this page