জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

মোদক পরিবারের মহিলা বাহিনী ঠাম্মির নেতৃত্বে ত্যাগ দিল বাড়ির পুরুষ সদস্যদের! ‘উচিত শিক্ষা হয়েছে দাদাইয়ের’, এবার কী করবে দাদাই আর দাদুর নাতি?

মিঠাই ধারাবাহিক এখন জমে গেছে তার কারণ গল্পের এন্ট্রি নিয়েছে দুই নতুন চরিত্র এবং তারা বেশ অনেক দিন থাকবে এটা বোঝা যাচ্ছে।খুব সম্ভবত ললিতা আন্টির মেয়ে অনুরাধা সমরেশের স্ত্রী হিসেবে আসতে চলেছে ভবিষ্যতে।সিডি বয় আর মিঠাই রানী মিলে ব্যাপারটাকে বাস্তবে ঘটাবে।

তবে ললিতা আন্টির বাড়িতে আসাতে একদম ভালোভাবে নেয়নি ঠাম্মি। তার উপর যখন টেস বুড়ি এত পাজি, সে ঠাম্মির কানে কানে ফুস মন্তর দিয়ে যাচ্ছে সমানে দাদাইয়ের বিরুদ্ধে। ঠাম্মি দাদাই এর উপর খুব রেগে আছেন এবং এখন তিনি দাদা এর সঙ্গে এক ঘরে থাকছেনও না।

আজ দাদাই কে জব্বর শাস্তি দেবে ঠাম্মি। কোন ভাবে ঠাম্মির কানে গেছে যে দাদাই বলেছে মেয়েরাই যত নষ্টের গোড়া আর তাতেই রেগে গেছে ঠাম্মি। সেই জন্য আজ মনোহরায় বিশাল বড় সিদ্ধান্ত নেবে ঠাম্মি। আজ মনোহরার মহিলা বাহিনী ছেড়ে চলে যাবে মনোহরার পুরুষ সদস্যদের।

 

View this post on Instagram

 

A post shared by ZEE5 Bangla (@zee5_bangla)

আজকে দেখা যাবে ললিতা আন্টির সামনেই ঠাম্মি স্পষ্ট বলে দেবে যে মেয়েরা যখন সব নষ্টের গোড়া তাহলে মেয়েরা আর এখন এখানে থাকবে না। সমস্ত মেয়ে বৌমা সোজা চলো আমার সঙ্গে উপরে। থাক এরি নিজেদের মত যেখানে খুশি। বলে সকল মেয়েকে নিয়ে উপরে উঠে যায় ঠাম্মি। হতভম্ব ভাবে দাঁড়িয়ে থাকে দাদাই আর সিড। রাতুল কী করবে বুঝতে পারছে না। সব মিলিয়ে মজাদার পর্ব হবে আজকে মিঠাইতে।

Piya Chanda

                 

You cannot copy content of this page