জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

Rana Sarkar: বিতর্ক ছাড়া থাকতে পারেন না প্রযোজক রানা সরকার! ছবি তৈরীর আগেই আদালতের স্থগিতাদেশ অঞ্জন দত্তের ছবি বেলা বোসের জন্য’র উপর, সৌজন্যে রানা! অঞ্জন দত্তের কাছ থেকে চাইলেন ৫৭ লক্ষ টাকা

২০২১ সালে অঞ্জন দত্ত ঘোষণা করেছিলেন যে তিনি তার আইকনিক চরিত্র বেলা বোসকে নিয়ে ছবি বানাবেন। সেই ছবিতেই এবার স্থগিতাদেশ দিল আদালত, তার সঙ্গে ক্ষতিপূরণ বাবদ প্রযোজক রানা সরকার ৫৭ লক্ষ টাকা দাবি করেছেন অঞ্জন এর কাছে।

গতবছর অঞ্জন দত্ত ঘোষনা করেন যে রঞ্জনার মতই এবার তার গানের চরিত্র বেলা বোসকে নিয়ে তিনি একটি ছবি বানাতে চলেছেন। যার নাম “বেলা বোসের জন্য”। ছবিটি অঞ্জন দত্তের পরিচালনায়, প্রযোজনা করার কথা ছিল রানা সরকারের। কিন্তু রানা সরকার হঠাৎই জানতে পারেন যে অঞ্জন দত্ত এবং তার ছেলে নীল দত্ত এই ছবিটি অন্য এক প্রযোজকের সঙ্গে করার কথা ভাবছেন।

producer Rana sarkar filed complaint against Anjan dutta, claims 57 lakhs: ৫৭ লক্ষের ধাক্কা দিল 'বেলা বোস'! আইনি মামলায় জেরবার অঞ্জন দত্ত | Indian Express Bangla

প্রযোজক রানা সরকারের দাবি অঞ্জন দত্ত তাকে বলেন যে তিনি ছবিটি করার পরিকল্পনা বাতিল করেছেন। কিন্তু তারপরে তিনি অন্য প্রযোজকের সাথে এই নিয়ে কথা বলে ছবিটির কাজ এগোনোর চেষ্টা করছিলেন। সেই প্রসঙ্গে রানা সরকার পরিচালক অঞ্জন দত্ত এবং তার ছেলে নীল দত্তের ওপর মামলা করেন। এবং সেই মামলায় অঞ্জন দত্তের কাছে ক্ষতিপূরণ বাবদ ৫৭ লক্ষ টাকা দাবি করেন আর আদালত তাদেরকে এই ছবি তৈরিতে এখন স্থগিতাদেশ দিয়েছে।

AnjanDutt RanaSarkar cleanup 1

একটি সংবাদ মাধ্যমের কাছে রানা সরকার এই বিষয়ে বলেন, ‘অঞ্জন দত্তের আমার সঙ্গে বেলা বোস ছবিটি করার কথা ছিল। ছবির কথা পুরোপুরি ফাইনাল করে আমার থেকে এই ছবির জন্য অ্যাডভান্স পেমেন্ট নেন। কিন্তু এরপর হঠাৎই বলেন যে ছবিটি তিনি করবেন না। তারপর শুনলাম যে অন্য এক প্রযোজনা সংস্থার সঙ্গে তিনি ছবিটি করার চেষ্টা করছেন। এই ছবির জন্য আমার ক্ষতিও হয়েছে। আমি ক্ষতিপূরণ হিসাবে ওঁর থেকে ৫৭ লক্ষ টাকা দাবি করি। ওঁকে আইনি নোটিস পাঠাই কিন্তু সেই নোটিসের কোনও রিপ্লাই দেননি। এরপর আমরা আদালতে যাই। গতকাল আলিপুর জেলা আদালত এই ছবি তৈরির উপর স্থগিতাদেশ দেয়। অঞ্জন দত্ত অন্য কোনও প্রযোজনা সংস্থার সঙ্গে এই ছবি করতে পারবেন না। আমার ক্ষতিপূরণ ৫৭ লক্ষ টাকা ওঁকে দিতে হবে, এটিই আইনি প্রক্রিয়া চলবে, যদি উনি আমার টাকা ফেরত না দেন তাহলে ব্যবস্থা নেওয়া হবে। মামলা চলবে। প্রথম শুনানিতে ছবির উপর স্থগিতাদেশ জারি করা হয়েছে। আজ হয়তো নোটিস পেয়ে যাবেন ওঁরা।’

Anjan Dutt sued over upcoming 'Bela Bose' movie

কিন্তু উল্টোদিকে অঞ্জন দত্ত এবং নীল দত্ত দুজনের কেউই এই বিষয়ে কোনো রকম মন্তব্য সাংবাদিকদের সামনে প্রকাশ করেননি। এবং তাদের পরবর্তী পদক্ষেপ নিয়েও কোন মন্তব্য করেনি।

Nira