সুখবর! বাংলার টেলিভিশনের দর্শকদের জন্য রয়েছে বিরাট সুখবর। আসন্ন আর কিছুদিনের মধ্যেই সিরিয়াল (Serial) প্রেমীরা হতে চলেছেন নস্টালজিক। দর্শকেরা ফিরে পাবে সেই পুরনো সিরিয়ালের নায়িকাকে। অভিনেত্রীর নাম রণিতা দাস (Ronita Das)। যাকে বাংলার দর্শকেরা এক ডাকে বাহামণি নামে চেনে।
রনিতা বহু বছর পর ফিরতে চলেছে ছোট পর্দায়। খুব স্বাভাবিকভাবেই এই খবর শুনে উচ্ছ্বসিত বাংলার দর্শকেরা। স্টার জলসার ধন্যি মেয়ে ধারাবাহিকের মাধ্যমে অভিনয় জগতে আত্মপ্রকাশ করলেও পরবর্তীকালে ইষ্টিকুটুম সিরিয়ালের হাত ধরেই জনপ্রিয়তার শিখরে পৌঁছান এই অভিনেত্রী।

ইষ্টিকুটুম ধারাবাহিকের বাহামণি চরিত্র আজও বহু দর্শকদের মনে উজ্জ্বল স্মৃতি হয়ে রয়ে গেছে। খুব কম দিনের মধ্যেই ইন্ডাস্ট্রিতে পরিচিতি লাভ করল মাঝপথে হঠাৎই অভিনয় জগৎ থেকে একেবারে দূরে চলে যান রনিতা। অভিনেত্রী উল্লেখযোগ্য কয়েকটি সিরিয়াল হল- ‘ইষ্টিকুটুম’, ‘ধন্যি মেয়ে’, এবং ‘সোহাগী সিঁদুর’। পরবর্তীকালে অবশ্য অভিনেত্রীকে ওয়েব সিরিজে অভিনয় করতে দেখা গেছে।
আরও পড়ুনঃ অসংখ্য প্রেম, বিচ্ছেদের পর আবারও সংসারে ফিরলেন অভিনেত্রী স্বস্তিকা!
এই মুহূর্তে শোনা যাচ্ছে অভিনেত্রী আবারো ফিরতে চলেছে স্টার জলসাতে। নাহ, তবে কোনো সিরিয়ালের হাত ধরে নয় বরং আসছেন অতিথি হয়ে স্টার জলসা পরিবার অ্যাওয়ার্ডের অনুষ্ঠানে। এই খবর শুনে ঘরের মেয়ে বহু বছর পর ঘরে ফেরার মতো অনুভূতি হচ্ছে অনেক দর্শকের।