এখন চলছে প্রেমের মাস। শহর জুড়ে রয়েছে প্রেমের মরসুম। ইতিমধ্যে, শুরু হয়ে গিয়েছে ভ্যালেন্টাইন্স উইক। এই সব কিছুর মাঝেই প্রেমের উষ্ণ ছোঁয়াকে আরেকটু বাড়াতে আসছে অভিনেত্রী মিমি চক্রবর্তীর (Mimi Chakraborty) নতুন গান। মিমি যেমন একাধারে অভিনেত্রী তেমনই ভালো গায়িকাও বটে।
বেশ কিছুদিন আগে একটা অভিনেত্রী গান গেয়েছেন এবং সেই ভিডিও রীতিমতো ভাইরালও হয়েছে সোশ্যাল মিডিয়ায়। অভিনেত্রীর প্রথম গাওয়া তাঁর নিজের ইউটিউব চ্যানেলে ‘আনজানা’ নামের এক হিন্দি গান প্রকাশ করেছিল। ভালো-মন্দ মিলিয়ে বেশ সাড়া ফেলেছিল গানটি।
প্রাথমিক জীবনে অভিনেত্রী ঋতুপর্ণ ঘোষের ‘গানের ওপারে’ ধারাবাহিকের মাধ্যমে অভিনয় জগতে প্রবেশ করেন। সেই ধারাবাহিকেও গান খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিল। এই ধারাবাহিকের পর থেকেই মিমিকে আর দেখা যায়নি ছোটো পর্দায়। পিছনে ফিরে তাকাতে হয়নি তাঁকে। বড়পর্দায় দিয়ে গেছে একের পর এক হিট সিনেমা।
চলতি মাসে আবারও তিনি নিয়ে আসছে প্রেমের মাস। অভিনেত্রী নিজের ইনস্টাগ্রাম প্রোফাইল থেকে নতুন গানের একটি পোস্টার শেয়ার করেছেন। মিমির নতুন মিউজিক ভিডিওর নাম ‘পড়লে মনে যেই’। এই ফটো পোস্ট করে অভিনেত্রী লিখেছেন, “প্রেমের মাসে প্রেমের গান নিয়ে আসছি খুব শীঘ্রই। আমায় বলো যে কবে এই গানটি মুক্তি দেব। এখনও ডেট নিয়ে ভাবছি। কমেন্ট করে আমায় জানাও”।
আরও পড়ুনঃ “সাফল্যের চাবিকাঠি আত্মবিশ্বাস, অন্যের অবদান নয়”! শ্রীময়ীকে কটাক্ষ করলেন পিঙ্কি
এই পোস্ট দেখে অনেকেই অনেক মন্তব্য করেছেন। কেউ কেউ বলেছেন, ‘১০ ফেব্রুয়ারি আনো যাতে ১১ ফেব্রুয়ারি আমরা সব পোস্টে এই গানটা ব্যবহার করতে পারি’। আবার আরেকজন বলেছেন, ‘তোমার জন্মদিনে হলে বেশ হবে’। অভিনেত্রী এর আগেও অনেক গান মুক্তি পেয়েছে সোশ্যাল মিডিয়ায়। কখনো নিজের তৈরী গান আবার কখনও রবীন্দ্র সঙ্গীত। সবকিছু মিলিয়েই আসন্ন গান নিয়ে অভিনেত্রীর অনুরাগীদের আশা তুঙ্গে।