জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

পারুল-রায়ানের থেকেও পার্শ্ব চরিত্রে নজরকারা গোপাল-রুক্মিণী জুটি! মুগ্ধ দর্শকরা

‘পরিণীতা’ (Parineeta), যে সিরিয়াল কিনা বিগত বিষ কয়েক সপ্তাহ ধরে টিআরপি’র তালিকায় নিজের স্থান ধরে রেখেছে। শুধু তাই নয়, এমনকি খুব অল্প সময়ের মধ্যেও দর্শকদের মনে জায়গা করে নিতে পেরেছে এই ধারাবাহিক।

ঘটনাচক্রে শহরের ছেলের সঙ্গে গ্রামের মেয়ের বিয়ে হয়ে যাওয়া এবং সেই মেয়ের শহরে এসে পড়াশোনা করতে গিয়ে নানা ঝামেলার সম্মুখীন হওয়া, গল্পের এই প্রেক্ষাপট নিয়েই প্রাথমিকভাবে শুরু হয়েছিল ‘পরিণীতা’। তবে, দিনে দিনে ধারাবাহিকের রূপ অনেক সময় পরিবর্তন হয়েছে।

image 79

এই ধারাবাহিকে মূলত দেখা যায় পারুল-রায়ানের গল্প। কিন্তু, সিনেমা কিংবা সিরিয়ালে কেবল নায়ক-নায়িকা থাকলেই সেই গল্প প্রশংসিত হবে এমনটা কখনোই নয়। যেকোনো পর্দাতেই মুখ্য চরিত্রের পাশাপাশি পার্শ্ব চরিত্রও গুরুত্বপূর্ণ হয়ে থাকে।

তাই, এই সিরিয়ালে পারুল-রায়ানের সঙ্গে পাল্লা দিয়ে দর্শকদের নজর কেড়েছে গোপাল-রুক্মিনীর জুটি। এই দুই শিল্পীই ছোটো পর্দার অত্যন্ত পরিচিত মুখ। গোপালের চরিত্রে রয়েছেন দ্রোণ মুখার্জি এবং রুক্মিনীর চরিত্রে রয়েছেন অনন্যা দাস।

প্রসঙ্গত, গোপাল অর্থাৎ দ্রোণ মুখার্জিকে ছোট পর্দায় প্রথম দেখা যায় জি বাংলার ‘কার কাছে কই মনের কথা’ ধারাবাহিকে। শোনা যাচ্ছে দর্শকদের প্রতিক্রিয়া অনুযায়ী, রায়ান পারুলের গল্পের থেকেও সিরিয়াল প্রেমীরা রুক্মিণী-গোপালের গল্প দেখানোর অনুরোধ জানাচ্ছে। তবে কি দর্শকদের চাহিদা অনুযায়ী ধারাবাহিকের গল্পের মোর ঘুরে যাবে অন্যদিকে?

Piya Chanda

                 

You cannot copy content of this page