জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

শুটিং মাঝে চরম বিশৃঙ্খলা! ‘চিরদিনই তুমি যে আমার’-এর সেটে হঠাৎ আহত তন্বী লাহা রায়! কী ঘটেছে তার সঙ্গে?

‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিক নিয়ে চারদিকে আলোচনা এখন তুঙ্গে। এই ব্যস্ততার মধ্যেই বিপদে পড়লেন সিরিয়ালের খলচরিত্র ‘মীরা’— যার ভূমিকায় অভিনয় করেন তন্বী লাহা রায়। গল্পে মীরার দুর্ঘটনার দৃশ্য দেখানো হচ্ছিল। আর সেই শুটিং করতে গিয়েই সত্যিকারের আঘাত পেলেন অভিনেত্রী। এমন দৃশ্য বাস্তবে করতেই গিয়ে অনাকাঙ্ক্ষিতভাবে হাত কেটে যায় তাঁর।

অভিনেত্রী নিজেই সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন শুটিংয়ের ভিডিও। সেখানে দেখা যায়, রাস্তা দিয়ে হাঁটার সময় গাড়ি এসে ধাক্কা দেয় মীরাকে, পরে কিঙ্কর এসে তাকে ধরে ফেলে। যদিও এটা ছিল অভিনয়ের দৃশ্য, কিন্তু রিটেক করতে করতে তন্বীর হাতে প্রচণ্ড চোট লাগে। শুটিং শেষে মেকআপ রুমে গিয়ে তিনি দেখেন, হাতে বিভিন্ন জায়গায় কাটাছেঁড়া আর কালশিটে দাগ পড়ে গেছে।

তন্বী জানিয়েছেন, অ্যাকশন বা দুর্ঘটনার দৃশ্য করতে গিয়ে এমন ঘটনার মুখোমুখি অভিনেতাদের প্রায়ই হতে হয়। অভিজ্ঞতার ঝুলিতে এই ধরনের ঘটনা নতুন নয় তাঁর। তবে ভক্তদের চিন্তা দূর করে তিনি জানিয়েছেন যে এখন তিনি সম্পূর্ণ ভালো আছেন। তাঁর পোস্ট দেখেই অনুরাগীরা শুভেচ্ছা জানাতে শুরু করেন।

এদিকে ধারাবাহিকের শুটিং সেটে সম্প্রতি আরেক দফা জটিলতা তৈরি হয়েছে। প্রযোজনা সংস্থা এবং অভিনেতাদের মধ্যে মিটিং হলেও পরিস্থিতি খুব একটা পরিষ্কার হয়নি। শোনা যাচ্ছে, মিটিং মাঝপথে ছেড়ে বেরিয়ে যান জিতু, যা দেখে অনেকেই অনুমান করছেন— তিনি হয়তো সিরিয়াল ছেড়ে দিচ্ছেন। যদিও এ নিয়ে তিনি প্রকাশ্যে কিছু বলেননি।

আরও পড়ুনঃ বৈঠকের মাঝপথে জিতুর গাছাড়া মনোভাব! দিতিপ্রিয়া শান্ত থেকে সমাধান খুঁজেছেন শেষ পর্যন্ত! জিতুর ব্যবহারেই নাকি প্রযোজকদের চূড়ান্ত অসন্তোষ, ফলস্বরূপ ‘আর্য’ চরিত্র থেকে ছাঁটাই!

এমন অবস্থায় দর্শকদের কৌতূহল আরও বেড়েছে, বিশেষত যেদিন থেকে জিতু কামাল এবং দিতিপ্রিয়া রায়ের মধ্যে দ্বন্দ্বের কথা প্রকাশ্যে এসেছে। দর্শকরা ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন, ‘আর্য’ চরিত্রে তাঁরা কাউকে বদলি হিসেবে চান না। শেষমেশ সিরিয়ালে কী মোড় আসে, সেটাই এখন দেখার অপেক্ষা।

Piya Chanda

                 

You cannot copy content of this page