জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

শ্রীময়ীর পর ছোট পর্দা থেকে হঠাৎ গায়েব! কোথায় গেলেন ইন্দ্রাণী হালদার? ‘এখন তিন মাসেই বন্ধ হয়ে যাচ্ছে ধারাবাহিক, কাজ কোথায় ?’ হতাশাগ্রস্ত অভিনেত্রী

বাংলা টেলিভিশনের (Bengali Television) এক সময়ের দাপুটে মুখ ‘ইন্দ্রাণী হালদার’ (Indrani Halder)। ‘গোয়েন্দা গিন্নি’ থেকে ‘শ্রীময়ী’, একটানা একাধিক জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করে ছোটপর্দার দর্শকদের মনে পাকা জায়গা করে নিয়েছিলেন তিনি। তাঁর পর্দায় উপস্থিতি মানেই ছিল অভিনয়ের গুণগত মানের নিশ্চয়তা। কিন্তু প্রায় তিন বছর পেরিয়ে গেলও, ইন্দ্রাণীকে আর কোনও ধারাবাহিকে দেখা যাচ্ছে না। এই দীর্ঘ অনুপস্থিতির কারণ নিয়ে ভক্তদের মধ্যে কৌতূহল থাকলেও, এতদিন সেভাবে মুখ খোলেননি অভিনেত্রী।

সম্প্রতি এক সাক্ষাৎকারে অবশেষে নিজের ক্ষোভ উগরে দিলেন ইন্দ্রাণী। জানালেন, তিনি নিজের সিদ্ধান্তেই দূরে আছেন বাংলা ধারাবাহিক থেকে। কারণ, এখন আর সেই আগের মতো ধারাবাহিকের গঠন নেই, নেই কোনও স্থায়িত্বও। অভিনেত্রীর কথায়, “আজকাল ধারাবাহিক তিন মাস টিকলেই অনেক! আর সেটাও অনেক সময়ে রাতারাতি বন্ধ হয়ে যাচ্ছে, তাই আর কি কাজ করব?”

এই ধরনের অনিশ্চয়তা তাঁকে দুশ্চিন্তায় ফেলেছে। তিনি মনে করেন, এই পরিস্থিতিতে কোনও কাজ নিলেই পরে তাঁকেই দোষারোপ করা হবে। ইন্দ্রাণীর মতে, আগে যেখানে মেগা ধারাবাহিকগুলো বছর দুয়েক অবধি চলত, এখন তা অনেকটাই বদলে গেছে। একের পর এক নতুন গল্পের প্রচেষ্টা যেমন চোখে পড়ে, তেমনি দর্শকদের ধৈর্যও কমে গেছে অনেকটাই। ফলে চ্যানেল কর্তৃপক্ষও দর্শক ধরে রাখতে পারছেন না।

দর্শকদের মন রাখতেই মাঝপথেই ধারাবাহিক বন্ধ করে দিচ্ছেন তাঁরা। এই কারণেই তিনি আপাতত নিজেকে সময় দিচ্ছেন এবং বুঝেশুনে কাজ করতে চাইছেন। তবে একবার ফিরলে যে তিনি ঝড় তুলবেন, তা বলার অপেক্ষা রাখে না। কারণ ইন্দ্রাণী মানেই চরিত্রে দৃঢ়তা, সংলাপে ভারী আবেগ, আর অভিনয়ে নিখুঁত দখল। রিয়্যালিটি শো সঞ্চালনা করেও তিনি নিজের জনপ্রিয়তা ধরে রেখেছেন।

যদিও মাঝপথে সেই কাজ থেকেও সরে দাঁড়াতে হয় তাঁকে। অনুরাগীদের আশঙ্কা, তবে কি আর তাঁকে ধারাবাহিকে দেখা যাবে না? যদিও এ প্রশ্নের সরাসরি উত্তর দেননি অভিনেত্রী, তবে ইঙ্গিত দিয়েছেন যে সঠিক গল্প, উপযুক্ত চরিত্র পেলে তিনি ফিরতে প্রস্তুত। আপাতত তিনি অপেক্ষায় আছেন একটি ভালো স্ক্রিপ্টের, যেখানে আবারও দর্শকদের হৃদয়ে জায়গা করে নিতে পারবেন।

Piya Chanda

                 

You cannot copy content of this page