জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

ভালোবেসে বিয়ে করেছেন জনপ্রিয় টেলি অভিনেত্রী সানন্দা তবুও কেনো হঠাৎ ডিভোর্স? বিস্ফোরক তথ্য সামনে আনলেন নায়িকা

টলিউড ইন্ডাস্ট্রির এক জনপ্রিয় নায়িকা সানন্দা বসাক। ছোট পর্দায় বহু ধারাবাহিকে দেখা গিয়েছে নায়িকাকে। তবে এই মুহূর্তে তিনি কাজ করছেন না টলিউডে।

কিছুটা সময় বিরতি নিয়েছেন। এর কারণ এক জায়গায় জানিয়েছিলেন তিনি। আসলে নায়িকা শাড়ির ব্যবসা করছেন। সেই কারণে বর্তমানে সময় দিতে পারছেন না অভিনয়ে। আপাতত তিনি নিজেকে সরিয়ে নিয়েছেন অভিনয় জগৎ থেকে।

অন্যদিকে দিদি নাম্বার ওয়ান শোয়ে এসে নায়িকা জানিয়েছিলেন নিজের জীবনের নানা অজানা গল্প। তিনি বিবাহিত কিন্তু সম্প্রতি হয়েছে বিবাহ বিচ্ছেদ। কেনো?

সেই নিয়ে জানান যে নায়িকার অভিনয় জীবনে ৫ বছর পেরোতেই তিনি বিয়ে করেন। তারপর সন্তান হয়। এরপরেই নায়িকা জানান যে সবার মুখোশ খুলতে থাকে। নায়িকা প্রেম করে বিয়ে করেন। তবুও কেনো এমন হলো? প্রশ্ন করেন শোয়ের সঞ্চালিকা রচনা ব্যানার্জি।

 

View this post on Instagram

 

A post shared by Tolly Tales (@tollytalesnews)

উত্তরে সানন্দা জানান তিনি মানুষটাকে চিনতে পারেননি। কারণ তিনি খুব আবেগপ্রবণ। নায়িকার বিয়ে নিয়ে খুব সমস্যা ছিল কারণ বিয়ের পরেই মেয়ে হয়ে যায় তাঁর। সেই সময়ে ঝড় সহ্য করা বা বেরিয়ে আসা ছাড়া আর উপায় ছিল না। তিনি লড়াই করার সিদ্ধান্ত নেন। তবে এখন তিনি সুখী আছেন বলে জানালেন।

Piya Chanda

                 

You cannot copy content of this page