উত্তম কুমার। বাঙালির আবেগ একটা নামেই স্পষ্ট। একটা যুগ রাজত্ব করেছেন এই অভিনেতা। তাই তাঁর নামেই একটা পারিবারিক ঐতিহ্য লেখা হয়ে গেছে চট্টোপাধ্যায় পরিবারের। এমন পরিবারে জন্ম নেওয়া সেটাও একটা গর্বের। উপরন্তু যে পরিবারে রক্তে মিশে আছে অভিনয় সেখানে উত্তরসুরীরা অভিনয় করতে পারবেনা এমনটা হতে পারে না।
এর যোগ্য প্রমাণ দিয়েছেন অভিনেতার ভাই তরুণ কুমার এবং দুই নাতি গৌরব এবং সৌরভ বন্দ্যোপাধ্যায়। আর সেই ধারা বহন করে চলেছেন দুই নাতবউ দেবলীনা কুমার এবং ত্বরিতা চট্টোপাধ্যায়। হ্যাঁ, সকলেই অভিনয়ের মাধ্যমে নিজে নিজে ক্ষেত্রে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পেরেছেন এবং যথেষ্ট প্রশংসা অর্জন করেছেন দর্শকদের।
View this post on Instagram
তবু এত বছর পরেও এত ঐতিহ্যশালী পরিবারের অংশ হয়েও কোনদিন দেবলীনা এবং ত্বরিতাকে দেখা যায়নি মুখ্য ভূমিকায়। দেবলীনা বড় পর্দার অংশ এবং ত্বরিতা ছোট পর্দায় একাধিক ধারাবাহিকে অভিনয় করেছেন। সম্প্রতি আবার গৌরব চট্টোপাধ্যায় স্ত্রী দেবলীনাও ছোট পর্দায় ফিরে এসেছেন তাও আবার খলনায়িকা হয়ে। সেদিক থেকে দেখতে গেলে দেবলীনা নেগেটিভ রোল এবং ত্বরিতা বরাবর পজেটিভ চরিত্রে অভিনয় করে গেছেন।
কিন্তু কেন দুজনের কেউই মূল নায়িকা হতে পারলেন না? না, কেউই স্বজনপোষণের শিকার নন। উপরন্তু দাদু উত্তম কুমারের নাম ভাঙিয়ে নাম উপার্জনের চেষ্টাও করেন না তাঁরা। আসলে কিছু মানুষ থাকেন যাঁরা বরাবর প্রতিযোগিতা থেকে নিজেদেরকে দূরে রাখেন এবং নিজেদের বড় প্রতিযোগী নিজেদেরকেই মনে করেন। তাই প্রতিদিন নিজেদের থেকে নিজেদের ভালো হয়ে উঠতে হবে এমনটাই মনে করেন তাঁরা। এই দুই অভিনেত্রী সেই দলেই পড়েন। তাই তাঁদের যে জনপ্রিয়তা সেটা তাদের অভিনয়ের মধ্যে দিয়ে আসে সেটা যে চরিত্রেই হোক না কেন। তার জন্যে মূল নায়িকা হতেই হবে এমন কোন ফর্মুলা নেই।
কাদম্বিনী, তুমি আসবে বলে, জড়োয়ার ঝুমকো, কড়ি খেলা, রাসমণি, বাঘ বন্দী খেলা, দেবী চৌধুরাণী সব ধারাবাহিকে পার্শ্ব চরিত্রে অভিনয় করলেও নিজের অভিনয়ের মাধ্যমে দর্শকদের মনে দাগ কেটে গেছেন ত্বরিতা চ্যাটার্জী। আর সম্প্রতি একেবারে নতুন শুরু হওয়া জগদ্ধাত্রী সিরিয়ালে দেখা গিয়েছে ত্বরিতাকে।
View this post on Instagram
ব্যক্তি পরিচয়ে ত্বরিতা উত্তম কুমার এবং তরুণ কুমারের নাতবউ। তরুণ কুমারের জামাই পান্নালাল বন্দ্যোপাধ্যায়ের ছেলে সৌরভ। বিবাহসূত্রে এমন পরিবারের সদস্য ত্বরিতা, যে পরিবারকে অভিনয়ের কারণেই বাংলা তো বটেই, জাতীয় এবং আন্তর্জাতিক স্তরেও মানুষ সম্মান করে। ফলে অভিনয়ে নিজেকে পারদর্শী করে তোলা, আরও ভাল পারফর্ম করে সেই ঐতিহ্যশালী পরিবারের এবং মহানায়কের যোগ্য বৌমা হওয়ার চেষ্টা প্রতিনিয়ত রয়েছে অভিনেত্রীর। পাশাপাশি অভিনয় নয় পড়াশোনাতেই বরাবর মনোযোগ দিতে চেয়েছেন তিনি।
আর অন্যদিকে সদ্য রাইমা হিসেবে খলনায়িকার চরিত্রে দেবলীনা অভিনয় করছেন সাহেবের চিঠি ধারাবাহিকে। পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় নিজের আলাদা ফ্যানবেস রয়েছে তাঁর।