বিনোদন জগতে এমন বহু শিল্পীর উদাহরণ রয়েছে, যাঁরা ছোট পর্দা থেকে যাত্রা শুরু করে ধীরে ধীরে বড় পর্দায় নিজেদের শক্ত অবস্থান তৈরি করেছেন। জনপ্রিয়তা বাড়ার সঙ্গে সঙ্গে অনেক সময়ই তাঁদের আর টেলিভিশনে ফিরে আসতে দেখা যায় না। দর্শকের মনে তখন স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগে—প্রিয় মুখটি কি সত্যিই ছোট পর্দা ছেড়ে দিলেন? নাকি সঠিক সময় ও গল্পের অপেক্ষায় রয়েছেন? এই টানাপোড়েন বাংলা ইন্ডাস্ট্রিতে নতুন কিছু নয়।
এই প্রসঙ্গেই উঠে আসছে সৌমিতৃষা কুন্ডুর নাম। টেলিভিশনের জনপ্রিয় ধারাবাহিক ‘মিঠাই’-এর হাত ধরে দর্শকদের ঘরে ঘরে পৌঁছে যান তিনি। মিষ্টি হাসি, সাবলীল অভিনয় আর চরিত্রের সঙ্গে মানানসই উপস্থিতি খুব অল্প সময়ের মধ্যেই তাঁকে দর্শকের প্রিয় করে তোলে। ‘মিঠাই’ শুধুই একটি ধারাবাহিক নয়, সৌমিতৃষার কেরিয়ারের এক বড় মাইলফলক।
ছোট পর্দার সেই সাফল্যের পর সৌমিতৃষা পা রাখেন বড় পর্দায়। দেবের বিপরীতে ‘প্রধান’ ছবিতে নায়িকা হিসেবে অভিনয় করে তিনি প্রমাণ করেন, শুধু টেলিভিশনেই নয়, সিনেমাতেও নিজেকে মেলে ধরতে পারেন সমান দক্ষতায়। পাশাপাশি ওটিটি প্ল্যাটফর্মে ‘কালরাত্রি’ ওয়েব সিরিজে তাঁর অভিনয় দর্শকের মনে আরও গভীর ছাপ ফেলে। আজ ৯ জানুয়ারি, মুক্তি পেয়েছে ‘কালরাত্রি ২’, সেখানেও সৌমিতৃষার উপস্থিতি দর্শকের আগ্রহ বাড়িয়েছে।
এই মুহূর্তে অনেকের মনেই প্রশ্ন—তাহলে কি আবার টেলিভিশনে ফিরবেন সৌমিতৃষা? এই প্রশ্নের উত্তরে অভিনেত্রী নিজেই জানিয়েছেন, বিষয়টা এখনই নিশ্চিত করে বলা যায় না। তাঁর কথায়, বাংলা ইন্ডাস্ট্রিতে কাজের পরিমাণ তুলনামূলক কম, তাই কখন কী করবেন তা অনেকটাই সময় ও পরিস্থিতির উপর নির্ভর করে।
নআরও পড়ুনঃ তুন ছবিতে নিজেদের সমস্ত অভিনীত চরিত্রদের ছাপিয়ে যাবেন দেব-শুভশ্রী! ‘দেশু’ নিয়ে আর একটাও প্রশ্ন নয়! কড়া অবস্থান দেবের
সৌমিতৃষার মতে, একজন শিল্পীর কখনও এমন বলা উচিত নয় যে তিনি শুধুমাত্র ছোট পর্দা বা শুধুমাত্র বড় পর্দাতেই কাজ করবেন। ভালো গল্প, শক্ত চরিত্র আর সঠিক সময়—এই তিনের সমন্বয়ই তাঁর কাছে আসল। তাই টেলিভিশনে ফেরা একেবারে অসম্ভব নয়, আবার তাড়াহুড়োরও কিছু নেই। আপাতত তিনি দর্শকের ভালোবাসা নিয়েই নিজের কাজের পথ বেছে নিতে চান।
