জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

“ব‌উকে মানসিক নির্যাতন করেও নাকি সেরা জুটি! ” রাই-অনির্বাণকে সেরা জুটি বানাতেই দর্শকদের ক্ষোভের মুখে জি বাংলা!

সম্প্রতি জি বাংলার ‘সোনার সংসার’ (Sonar Sansar) পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এক অদ্ভুত ঘটনা ঘটল—”সেরা জুটি” পুরস্কার পেল ‘মিঠিঝোরা’র (Mithijhora) রাই-অনির্বাণ! না, এটা কোনো কমেডি শো ছিল না, সত্যিই হয়েছে। যেই জুটি একে অপরের পাশে না থেকে সারাদিন সন্দেহ, অপমান আর কান্নাকাটিতে ব্যস্ত, তারাই এবার ‘সেরা’! দর্শকদের প্রশ্ন—তাহলে “সেরা সাপে-নেউলে” বা “সেরা ডিভোর্স ম্যাটেরিয়াল” ক্যাটাগরি থাকলে কে পুরস্কার পেত?

অনির্বাণ চরিত্রটি একজন সন্দেহপ্রবণ, রাগী এবং অত্যন্ত ‘অভিমানী’ ব্যক্তি, যার প্রধান কাজ হচ্ছে স্ত্রী রাইকে ভুল বোঝা, অপমান করা এবং মাঝে মাঝে বাড়ি থেকে বের করে দেওয়া। সে এতটাই ‘রোমান্টিক’ যে, স্ত্রীর ভালো কাজ দেখলে প্রশংসা করার বদলে তার চরিত্র নিয়ে সন্দেহ করে। অথচ এই সম্পর্ককেই যদি ‘সেরা জুটি’ বলা হয়, তাহলে ভবিষ্যতে ‘সেরা পারিবারিক অশান্তি’ বা ‘সেরা মানসিক নির্যাতন’ ক্যাটাগরিও চালু করা উচিত!

পুরস্কার ঘোষণার পর থেকেই নেটিজেনরা রীতিমতো ফুঁসে উঠেছে। কেউ লিখেছেন—”এটা সেরা জুটি নাকি সেরা Toxic Relationship?” কেউ আবার মজা করে বলেছেন—”সন্দেহ করলেই যদি সেরা জুটি হওয়া যায়, তাহলে সাসপেন্স থ্রিলার সিনেমার খলনায়করাও এবার প্রেমের পুরস্কার পাবে!” অনেকে আবার ভবিষ্যদ্বাণী করেছেন যে, “জি বাংলার পরের ধাপ হচ্ছে সেরা ব্রেকআপ কাপল ঘোষণা করা!”

দর্শকদের ক্ষোভের মূল কারণ হলো, টেলিভিশনের অনেক ভালোবাসাময় ও অনুপ্রেরণামূলক জুটি থাকতে কীভাবে এমন “অ্যাংরি বার্ড” সম্পর্ককে সেরা ঘোষণা করা হলো! কেউ কেউ বলছেন, “জি বাংলার বিচারকদের কি সত্যিই প্রেমের সংজ্ঞা জানা আছে? নাকি তারা ‘ঝগড়া মানেই প্রেম’ তত্ত্বে বিশ্বাসী?”

এই ট্রোলের ঝড়ের পরও জি বাংলা কর্তৃপক্ষ নিশ্চুপ। তবে নেটিজেনদের মতে, “এই লজিক অনুসারে পরের বছর ‘সেরা ভিলেন’ ক্যাটাগরিতে হয়তো নায়ককেই পুরস্কার দেওয়া হবে!” আপনাদের কি মতামত, কোন জুটি সেরা হওয়ার ক্ষমতা রাখে? আপনি কোন ক্যাটাগরিতে পুরস্কার দিতেন রাই-অনির্বাণকে?

Piya Chanda

                 

You cannot copy content of this page