জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

প্রথম সিরিয়ালেই দর্শক মন জয় করে নিলেন ‘পরিণীতা’ ঈশানী চ্যাটার্জি! নায়িকার প্রশংসায় পঞ্চমুখ দর্শক

নতুন ধারাবাহিক ‘পরিণীতা’ (Parineeta) নিয়ে মেতে উঠেছে টেলিপর্দা। ১১ নভেম্বর থেকে শুরু হয়ে যাওয়া এই ধারাবাহিকটি প্রতিদিন রাত ৮ টায় জি বাংলার (Zee Bangla) পর্দায় সম্প্রচারিত হচ্ছে। এই ধারাবাহিকের কেন্দ্রীয় চরিত্রে রয়েছেন উদয় প্রতাপ সিং (Uday Pratap Singh) ও নবাগতা ঈশানী চট্টোপাধ্যায় (Ishani Chatterjee)। ত্রিকোণ প্রেমের গল্প ঘিরে তৈরি হয়েছে ‘পরিণীতা’, যেখানে টানাপোড়েনের মধ্য দিয়ে এগিয়ে চলছে পারুল ও রায়ানের সম্পর্কের জটিলতা। উদয়ের বিপরীতে ঈশানীর প্রথম ধারাবাহিক হওয়ায় দর্শকদের মধ্যে আলাদা কৌতূহল তৈরি হয়েছে।

দর্শক মহলে ভালোবাসা পাচ্ছে ‘পরিণীতা’!

‘পরিণীতা’ ধারাবাহিকের মূল কাহিনির কেন্দ্রবিন্দু হলো পারুল ও রায়ানের সম্পর্ক। পারুল চরিত্রে রয়েছেন ঈশানী চট্টোপাধ্যায়, যিনি এই ধারাবাহিকের মাধ্যমে অভিনয়ে আত্মপ্রকাশ করেছেন। ছোট শহর থেকে উঠে আসা এক সহজ-সরল মেয়ের চরিত্রে অভিনয় করছেন তিনি। ধারাবাহিকের গল্পে রায়ানের স্ত্রী পারুলকে তেমন পছন্দ করেন না রায়ান। এই অবহেলার মধ্যেই কীভাবে দুজনের সম্পর্কে ভালোবাসা আসবে, সেটাই ‘পরিণীতা’র মূল গল্প। অভিনেতা উদয় প্রতাপ সিং রায়ান চরিত্রে অভিনয় করছেন, যিনি একই সঙ্গে একজন বিশ্ববিদ্যালয়ের ছাত্রও।

‘পরিণীতা’র মাধ্যমে টেলিপর্দায় দীর্ঘ বিরতির পর ফিরেছেন অভিনেত্রী সৌমিলি বিশ্বাস। শেষবার তাঁকে দেখা গিয়েছিল ‘জয় বাবা লোকনাথ’ ধারাবাহিকে। এই ধারাবাহিকে তিনি রায়ানের একমাত্র পিসির চরিত্রে অভিনয় করছেন। সৌমিলির অনুরাগীরা তাঁর কামব্যাক নিয়ে বেশ উৎসাহী। নতুন ধারাবাহিকের গল্পে তাঁর চরিত্রের সঙ্গে রায়ান-পরুলের সম্পর্কের টানাপোড়েনও বিশেষ গুরুত্বপূর্ণ।

এই ধারাবাহিক পরিচালনার দায়িত্বে রয়েছেন কৃষ বোস, যিনি ধারাবাহিকটিকে বিশেষভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন। রায়ান চরিত্রের জন্য উদয় প্রতাপ সিং ডায়েট করে নিজের ওজনও কমিয়েছেন। ‘মিঠাই’-এর পর দর্শকরা তাঁকে ভিন্নভাবে দেখতে পাচ্ছেন, যা দর্শকদের মধ্যে উত্তেজনা বাড়িয়েছে। রায়ান চরিত্রে তাঁর অভিনয়ের প্রশংসা করছেন দর্শকরা।

ঈশানী চট্টোপাধ্যায়, যিনি ‘পরিণীতা’ ধারাবাহিকের মাধ্যমে অভিনয়ে পা রেখেছেন, কলেজে মাইক্রো বায়োলজি নিয়ে পড়ছিলেন এবং মডেলিংও করতেন। তাঁর সামাজিক মাধ্যমে পোস্ট করা ছবির মাধ্যমে নির্মাতাদের নজরে আসেন তিনি, এরপরেই এই ধারাবাহিকে অভিনয়ের প্রস্তাব পান। কলেজ পড়ুয়া মেয়ের চরিত্রে অভিনয় করছেন ঈশানী, যা তাঁর বাস্তব জীবনের সঙ্গে মিলে যায়।

TollyTales NewsDesk

                 

You cannot copy content of this page